আমাদের কথা খুঁজে নিন

   

অযাচিত

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ



চাঁদ ভাঙ্গা চেহেরায়
ঠোঁট ভাঙ্গা ঢেউ তুলে
পিত্‌লা ঘুঘু ঠোঁট ঠুকে
রসের ঠোঁটে চুমু খেলে,
তুমি ও না বুঝে নারী
অযাচিত ভুলে ,
বাকিটা ও তুলে দিলে
খোলে মেলে সুগন্ধি পাতে;


কেউ কি ছাড়ে
সোনার দেহ
হাতে পেলে ?
সুখ ভোগ শেষে
উড়াল পাখী উড়ে
আকাশের নীলে,
তুমিই শুধু -
রয়ে গেলে পাতালে,
কাদায় মাখামাখি
কলন্ক জলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।