আমাদের কথা খুঁজে নিন

   

অযাচিত যাতণা

ভালবাসি বন্ধুত্ব। । পঞ্চকানন থেকে সাতরঙা ভিন্ন সুবাসের ফুল আনিয়া গাথিঁয়া ছিলাম মালা,তোমাকে পড়িয়ে দিব বলে,,, ও হ্যাঁ তোমার প্রিয় জাফরান আর চন্দ্রমল্লিকাও ছিল সেখানে। ছিল কদমফুলও,মেঘকালো ঐ মখমলে চুলের খোঁপায় আলতো ছোঁয়ায় বাধিঁয়ে দিব বলে। প্রকৃতিও তোমার আগমনী বার্তা টের পেয়েছিল বোধহয়।

শিউলি ঝরা ভোরের মাদকতায় দিনটাও যে ছিল তাই একটু অন্যরকম। কৃষ্ণচূড়া লালগালিচায় লিখেছিল সুস্বাগত বানী জানিয়ে তোমায় রাজকীয় সম্ভাষণ। ঝরে যাওয়া ধূসর রঙা শুকনো পাতাগুলোয় লেগেছিল বাসন্তীর ছোয়া,অতীব উল্লাসে তাই দক্ষিণা হাওয়ায় চঞ্চল হয়ে ইতস্তত ছোটাছুটি করছিল এদিক ওদিক। কুমড়ো লতার মাচায় বসে পাখিরা আসর করে কিচিরমিচির সুরে গাইছিল গান ঐকতানে, চালতে ফুলগুলো যেন মাথা দুলিয়ে তাল মিলাচ্ছিল ভ্রমরের মধুময় গুঞ্জনে। বাতাবী লেবুর ঘ্রাণ মৌ মৌ করছিল উঠোনজুড়ে।

দীঘির জলে কলমি হেলেঞ্চার কোল ঘেষে ভেসে চলেছিল হাসের ছানাগুলো,মাছরাঙা ও পানকৌড়িরা যেন খুলে দিয়েছিল সৌন্দর্যের বাতায়ন। অন্য পাড়ে সারস পাখিটি এক পায়ে দাঁড়িয়ে ঠোঁট উচিয়ে চিত্রনাট্যের মঞ্চায়ন করিতেছিল একমনে। ছাতিমের ঝিমধরা সৌরভে বিকেলটা ছিল স্নিগ্ধ,ঘুড়িরা বুনছিল স্বপ্ন দুরন্ত কিশোরের নাটাই ধরে। আবির রাঙানো আগুনলাগা সন্ধ্যায় ছিল যেন সাজ সাজ রব। কিন্তু বেলাশেষে একি হল হায়, অপেক্ষার প্রহর যে হয় অফুরান, কষ্টের নদীর বাঁধ ভেঙে দিয়ে নীরবে করিলে তুমি প্রস্থান।

ভস্মীভূত হৃদয়ে রেখে গেলে শুধু ছাইচাপা অভিমান। ভাঙনের দাগ ধরে পড়ে রই আমি, নিয়তির আক্রোশে আজ দূরে তুমি শত ক্রোশ। মন প্রকৃতির আচরণও হঠাত্ হয়ে গেল রুদ্র,সকল নীল মুছে ফেলে আর্তনাদ করে উঠল হৃদয় আকাশ। দমকা হাওয়ার ঝাপটায় উড়িয়ে নিয়ে গেল তোমার আমার চিলেকোঠার স্বপ্ন। ঘুটঘুটে নীরব তিমিরে সরব শুধু ঝিঝিপোকা।

দুঃখের শিলাবৃষ্টি ঝরা স্বপ্নভঙ্গের ব্যথিত একদিন। হুঁ....গত হয়েছে এরপর বহু কাল,গড়িয়েছে জল বহুদূর.. না আমি ছিড়ে কুটিকুটি করিনি তবুও ঐ পুস্পমালা। আগলে রেখেছি সযতনে তোমার প্রিয় ঐ ন হন্যতে'র ভাঁজে। চ্যাপ্টা হয়ে যাওয়া গোলাপের মৃদু মাতাল গন্ধে অবশ অনুভূতিগুলো মেতে উঠে স্মৃতি রোমন্থনে। গল্পগুচ্ছের অপরিচিতার অনুপম হয়ে অস্থির ব্যাকুলতায় আজও অপেক্ষার প্রহরগুনি তুমি আসবে বলে।

বিরহ যাতণায় ছলছল হয়ে উঠা অশ্রুধারায় উদ্ভাসিত হয় মনের গহীন কোনে অবশেষে সে সুর, "প্রেম এসেছিল আমারও একবার নীরবে। " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।