আমাদের কথা খুঁজে নিন

   

গভীরে চোখ রাখুন

আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা । রঙ - বেরঙের মৃত্যুর কেনাবেঁচা শেষে বর্বরেরা যার যার ঘরে ফেরে , সাদা - কালো মৃত্যুগুলো মধ্যবিত্তের বিলাসীতায় ধূসর থেকে ধূসরতর হয়ে উঠে । শোকের মোড়কে নির্লজ্জতা লাশগুলোকে বিস্মৃতির বর্জ্যে ফেলে দিয়ে আসে , ছেলেখেলার আগুনে ক্রমাগত দগ্ধ হতে থাকা সম্ভাব্য লাশগুলো ঘৃণায় পাশ ফিরে শুয়ে থাকে । ঘৃণায় তারা পাশ ফিরে শোয় , তারা অপেক্ষা করে কবে আগুনের আঁচে মৃত্যুবনিকেরা ছাই হয়ে যাবে কবে টালমাটাল হয়ে মধ্যবিত্ত জমিদারেরা পদানত হবে , সেই আগুনের আঁচ যদি টের পেতে চান , চোখ রাখুন , গভীর অতলান্তে চোখ নিয়ে যান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।