আমাদের কথা খুঁজে নিন

   

গভীরে যার পদধ্বনি

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

গভীর পদধ্বনিতে উড়ে যায় মেঘে ফিরে আসেনা অচেনা মুখের রঙ জলের তল থেকে উঠে আসে জন্ম দাগের ঢেউ কালো তোড়ায় গোপন ফুল ফোটে। নিজের কাঁধে আলো সম্ভাবনা আর বুনো গাছের শরীর বেয়ে ওঠে যে স্তব্ধ গুহা মুখের ঝাঁক তাদের কোমর ছুঁয়ে ফুটছে দিন শেষের ঠাট। অজ্ঞানতা আর সর্প ভিড়ে বুনোজন্তুদের পালে মন খুলে পড়ে ওইখানে যেতে চায় - তীব্রতীরের শৃঙ্গার। (পুরানা কবিতা থেকে চেছে নিয়ে আরো একবার)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।