আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতার গভীরে

ভোরের তারা হয়ে একাকি পথ খুজি

নির্জন অন্ধকারে বেদনার্ত হৃদয়ের হাহাকার বাজে। পৌষের তুষের অপেক্ষায় কে আর থাকে এখন শতাব্দী ধরে ক্ষয়ে চলেছি অবিরাম। নবীন শীতের হিম হাওয়া ছুয়েছে চড়ুইয়ের পালক একাকীত্বের একান্ত ছায়া পড়ে মন জলে হৃদয়ের নীল ব্যাথা ধূসর হয়ে আসে কিসের প্রতীক্ষায়। চালতার ফুল ফোটে গোপনে, বিষন্নতম কান্নায় । ঘাসের ধূসরে ঝরে পড়ে কাঠালের পাতা কান পাতি শুনি মাটির নিশ্বাসের কথা। হাড় অস্হি মজ্জা হয়, খয়েরি মাটি। ক্ষয়ে যায় মন কে তার খোজ রাখে কাঁচপোকার টিপ হয়, হয় ভ্রমরার কালো পাখার দুল। সে সাজে এইভাবে প্রকৃতির সাজে। আর আমি নিয়ত মিশে যাই মাটি থেকে মাটিতে গভীর থেকে গভীরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।