আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতার গভীরে

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

মাঝে মাঝে আমি আঁধার ভালোবাসি
ভালোবাসি আঁধারের যত অস্পষ্টতা
ফোটায় ফোটায় আলোক-ছটা নামে
ভাঙ্গে গড়ে
ছায়ারা নড়ে চড়ে নড়ে চড়ে
বাইরের পাখি-ডাকা পৃথিবীটা যেন অপার্থিব
আমি তাকে চিনি না, যেমন চিনতে পারিনা তোমাকে

ধোয়াটে এক পৃথিবীতে আমি জেগে ছিলাম কোনো একদিন
চেতনার প্রগাঢ় অস্পষ্টতায় নিজেকে চিনেছিলাম অন্যকেউ
সব-ই যে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়
ফোটায় ফোটায় পানির মত ছিটকে পড়ে যায়
ধোয়াটে অস্পষ্টতায়
তখন বিষন্নতা আমাকে নিয়ে খেলা করে
অগোছালো উন্মত্ত কোনো এক বোধহীন শিশুর মত
মাঝে মাঝে আমি বিষন্নতা ভালোবাসি

মাঝে মাঝে আমি একাকিত্ব ভালোবাসি
বোধগুলো হয়ে উঠে নিঃসঙ্গ মিশ্রবোধ
জালের মত জড়িয়ে থাকে, জলের মত
মানবিক ব্যস্ততা থেকে দূরে কোথাও
পিচডালা পথের উষ্ণতা থেকেও
তখন মনেও পড়ে না তোমায়, তোমার না-থাকা
মাঝে মাঝে আমি তোমাকে ভালোবাসি

মাঝে মাঝে আমি তোমাকে ভালোবাসি
তুমি জান না তা, হয়তো জানবে না কোনোদিন
যেমন জান না আঁধারের চৌকাঠে আমার বিচ্ছিন্ন আবেগ
ফোটায় ফোটায় আলোক-ছটা
ভাঙ্গে গড়ে
ভাঙ্গে গড়ে অজস্র স্বপ্নের কবিতারা
মাঝে মাঝে আমি স্বপ্ন ভালোবাসি
ভালোবাসি তোমার স্বপ্নালু আহবান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।