কবিতা পড়তে ভালবাসি............।
১...
আমি প্রশ্ন করিনি কোনো সচেতন ধারাবাহিকতায়
মাধুর্যের শেষ বিন্দুটিও যখন ঝরে পড়লো সম্পর্কের শরীর হতে
তখন শুধুই সময়ের স্বল্পতা।
অন্ধকারেও নাকি কিছু দেখা যায়, সয়ে গেলে চোখে
সেই অপেক্ষাতেই আছি, হয়তো ভালো থাকবো,
কোনো একদিন - কাউকে ছাড়াই।
২...
শব্দ চয়নে ছিলো কিছু ভুল
বুননে বেরসিক নীরবতা
শব্দের গভীরে-
ছিলো শুধু দীর্ঘশ্বাস
এই নিয়ে লেখা হলো
ভালবাসার শেষ কবিতা।
৩...
নাগরিক উষ্ণতার প্রস্থানের দিনে
সহস্রের মহা সমাবেশ
বরণ করছে তারা শৈত্য।
এককাপ শীতল চা-এ
ভাতঘুম মিলেমিশে একাকার
তুমুল শৈত্যে প্লাবিত নগরী
প্রয়োজন ফুরায়েছে উষ্ণতার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।