চারটি সিটি কর্পোরেশন নিরবাচনে ১৪ দল মনোনীত প্রার্থীদের পরাজয়ের পর, সরকারের প্রভাবমুক্ত নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন ইত্যাদি স্তুতিবাচক শব্দ বেশ বাজার পেয়েছে। তবে সীমানা নিরধারণ সহ ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের সকল জটিলতা দূর হয়া সত্ত্বেও, নির্বাচন কমিশন এব্যপারে নিরুত্তাপ রয়েছেন। স্বাধীন ও নিরপেক্ষ হিসেবে সরকারী ছত্রছায়ায় নিজেদের ঢাক ঢোল না পিটিয়ে, তাদের নিরপেক্ষতা প্রমানের জন্যে তাদের উচিৎ ঢাকা সিটি কর্পোরেশন নিরবাচনের তফসিল ঘোষণা করা। এদিকে খবরে প্রকাশ মাননীয় প্রধান মন্ত্রী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার এলে আমাদের দু'জনকেই জেলে যেতে হবে। আমি অবশ্য বিশ্বাস করিনা প্রধান মন্ত্রী এমন কিছু করেছেন যাতে তত্ত্বাবধায়ক সরকার এলেই তাঁকে জেলে যেতে হবে। প্রধান মন্ত্রী কী সত্যিই এই মন্তব্য করেছেন না এটা আমাদের সংবাদ কর্মীদের উর্বর মস্তিস্কজাত তথ্য যা শুনে পুরনো একটা পদ্য মনে পড়ে "মাগো আমায় দেখাসনে আর জুজু বুড়ির ভয়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।