নিরপেক্ষতা মানুষের আজন্ম শত্রু।
সবাই কোনো না কোনো পথের পন্থী।
কিংবা কোনো পক্ষের পক্ষী।
পরমতসহিষ্ণুতা!
সেতো এখন পক্ষপাতিত্বের দেহরক্ষী।
উদারতা!
তার দ্বারেই তো তুমি দাঁড়িয়ে আছো তোমার পথের পথিক বানাবার বাসনায়।
প্রতিশ্রুতি!
সে তো প্রতিশ্রুতি ভঙ্গেরই বিকল্প অভিব্যক্তি।
সততার শতদল হাতে দাঁড়িয়ে আছে
শত শত দল।
ক্ষমতার মশালটা হাতে এলেই জ্বালাবে
অসহিষ্ণুতার অনল।
তাহলে সমাধান কোথায়?
একজন বললেন-
এপারে না ,ওপারে।
সঙ্গে সঙ্গে মন্তব্য-
'ও আচ্ছা আপনি তো তাহলে ওপার পন্থী।
'
মানিক মনোয়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।