আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টির শ্রেষ্ঠ পশু বলছি- স্যার আমাকে ক্ষমা করবেন ! পরজন্মে যেন আমি কুকুর হয়ে জন্মাই! এই দোয়া চাই!

মনে প্রাণে ঘৃণা করি রাজাকার। পাকিস্তানের দালালি করার শখ থাকলে এখানে ল্যাদাতে না আসার জন্য বলা হচ্ছে। মানুষ হইল সৃষ্টির সেরা জীব... অর্থাৎ সৃষ্টির পুরো পশুকুলের মাঝে মানুষও এক প্রকার পশু। কেবল তাকে অন্য সকল পশুর মাঝে সেরা বলিয়া সম্বোধন করা হইয়াছে, এই যা ! তদুপরি বঙ্গদেশীয় মনুষ্য প্রজাতির উপর দৃষ্টিক্ষেপ করিলে এই বিষয়টি নিয়েও কিঞ্চিত দ্বিধান্বিত হইতে হয় বৈকি। শ্রেষ্ঠই যদি হইবে মানুষ তবে একের পশ্চাতদেশে অপরের একখানা অঙ্গুলি অতি অবশ্যই সযতনে সদা ব্যস্ত রহিবে কি কারনে? যেথায় ক্ষুধার তাড়নায় উন্মাদসম হইলেই কেবল তথাকথিত নিকৃষ্ট পশুরা খাবারের সন্ধানে বাহির হইয়া থাকে, তথাপি একই পশু তাহার সগোত্রীয় কাউকে ভক্ষণ করিয়া থাকে এরূপ ঘটনা যেথায় অতিশয় বিরল ও বেমানান, সেই স্থলে এই বঙ্গদেশে মনুষ্য প্রজাতির বেলায় এইরূপ ঘটনা তো ডাল-ভাত বলিয়া গণ্য হইয়া থাকে! পথের একখানা নেড়ি কুকুরের গাত্রে গরম ভাতের মাড় ফেলিয়া আমরা যেরূপ পরম পুলক অনুভব করি ঠিক তৎসম পুলক অনুভব করি একজন মানুষ গড়িবার কারিগর হতদরিদ্র শিক্ষকের উপর জলকামানের অতি উষ্ণ জলধারা ছুড়িয়া দেবার বেলায়। বোধ করি- সৃষ্টির শ্রেষ্ঠ পশু বলিয়াই এইরূপ কর্ম সাধন আমাদের দ্বারা সম্ভবপর হইয়া থাকে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।