আমাদের কথা খুঁজে নিন

   

ভীতু নেতাদের দিয়ে কি করে দেশ ও জাতির কল্যাণ হবে?

আমার ছবি নাই , দেশের সম্ভাবনাময় একটি ছবি প্রোফাইলে দিলাম । দেশের জনগণ হতাশ দেশের সর্বস্তরের জনগণ ভাবছে এমন তো হবার কথা নয়, এমনটা হলো কেন? চোর, ডাকাত, সন্ত্রাসী আর রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে তফাত কোথায়? প্রাচীনকাল থেকে প্রচলিত কথায় বলে, ‘চোরের মন পুলিশ পুলিশ, চোরের মার বড় গলা।’ চোর, ডাকাত আর সন্ত্রাসীরা পুলিশকে ও জেল-জুলুমকে ভয় পায়। কিন্তু রাজনীতিবিদরা তো জেল-জুলুমকে ভয় পাওয়ার কথা নয়, জাতির জনক বঙ্গবন্ধু তার জীবদ্দশায় বহুবার বহু বছর পাকিস্তানী উর্দুভাষী শাসকদের রোষানলের শিকার হয়ে জেল খেটেছেন, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন এত কিছু হাসি মুখে বরণ করে নিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা তৎকালীন ছাত্রনেতা বর্তমানে বর্ষীয়ান জননেতা তোফায়েল আহমেদ, মরহুম আঃ রাজ্জাকসহ অসংখ্য শীর্ষ নেতা জেল-জুলুম হুলিয়া দেশ ও জাতির স্বার্থে হাসি মুখে বরণ করে নিয়েছেন। জেল-জুলুমের ভয়ে কখনও ইঁদুরের গর্তে পলায়ন বা আত্মগোপন করেননি। কিন্তু এবার দেশের সর্বস্তরের জনগণ কি দেখল, মঞ্চে ডান হাত বাম হাত নাড়িয়ে সত্য মিথ্যার সংযোজন ঘটিয়ে অগ্নিঝরা বক্তাবিদ মির্জা ফখরুলসহ বিএনপির বাঘা বাঘা নেতারা পুলিশের দায়েরকৃত দুটি মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার ও জেল-জুলুমের ভয়ে আত্মগোপনে চলে গেলেন। এ বিষয়টি দেশের জনগণকে হতাশ করেছে। দুটি মামলার ভয়ে যারা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যেতে পারে, তারা আবার কিভাবে জাতির নেতা হবে। ভীতু নেতাদের দিয়ে কি করে দেশ ও জাতির কল্যাণ হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.