আমাদের কথা খুঁজে নিন

   

ভীতু



প্যাঁচা ধরার জন্য আমি একটা জাল কিনেছিলাম, নিখুঁত! ঐতো বেসাতি মেয়েটা; বিষ্টি মাতমে যার ভিজে যাচ্ছে খুঁটিনাটি, ভিজে যাচ্ছে সাজানো চুলের দরিয়া- ও এখন ইতিহাস ও এখন হাড়- রক্তশূণ্য! যদিও প্যাঁচা শিকারে কোনো চূড়ান্ত মাতলামি ছিলো না আমার; মেয়েটাই তো জাল নিয়ে এলো; শুকনো গলায়- 'তুমি প্যাঁচা ধরতে পারবা, প্যাঁচা ধরা খুব সহজ’- বলেছিলো। জাল-প্যাঁচা, প্যাঁচা-জাল মেয়ে মাতাল আমি টাল স্বরচিত জাল উথাল পাথাল; আসো পেয়ালায় যতটুকু আছে পিয়াসা ভাগাভাগি করি। অবশেষে কোনো ধরণের জবরদস্তি ছাড়াই হয়েছিলাম জালের জাঁহাপনা- প্যাঁচা হাতানোর জন্য; আদৌ কি শোনা হয়েছিলো প্যাঁচাডাক- ঘূৎকার? নাকি প্যাঁচা হত্যার সাথে সৌভাগ্যবিভ্রম জড়িয়ে পড়েছিলো আমার- বুঝতে পারি না! শুধু তার শরীর তার ডিটেল, তার মস্তিষ্কে আর হৃদয়ে ভাগাভাগি করে থাকা মন- কেমন স্মৃতিশূণ্য হয়ে গেল, ভিজে গেল উলের ব্যাগটা! কলোনী:৩ ..১০.০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.