আমাদের কথা খুঁজে নিন

   

স্বাভাবিক নিয়মে রাতের পর আসে দিন, তাই যদি হয় তাহলে এ সময়কে কি নামে অভিহিত করব এখন?

বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ূ বড় জোর এক বছর। বিশ্রী সাদা মাথার আইন প্রতিমন্ত্রী আর হুজুগে গজিয়ে ওঠা হানিফ- ওঁরা কেবলি সম্প্রচার যন্ত্রের কাজ করছে, কিছুটা শান্ত নোংরা কলমের বিলেত ফেরত শফিক শত খুজেও আইনের ব্যত্যয় কোঁথাও দেখেন নি, টুকু বলছেন নিয়মতান্ত্রিক পুলিশের আচরন সম্বন্ধে- আর পাবলিক মন পাললিক কাদায় ঢেকে যায়, ফি বছর খরার সময় আবার জেগে উথবে চর, বঙ্গ কন্যার কোল ঘেশে বেঁড়ে উঠবে হাজারো টুকু, কামরুল, ভিমরুল , হানিফ তাতে চিরচেনা ঢাকার রাজপথ পাল্টাবেনা একটুও। ইতিহাস বলে কেবলি বিজয়ের কথা, নোংরা বিচ্ছিরি আর কলুষিত মনের আঙ্গিনার কথা ইতিহাসে থাকেনা। হয়ত ততদিন বেচে থাকবেনা দিধাজুক্ত বিচারক আর মহা নাগর মুখ্য হাকিম, বেচে থাকবেনা পুরুষত্বহীন হানিফেরা আর ব্যাক বেঞ্চের তুখর ছাত্র তফায়েল। আচ্ছা, আজ তফায়েল কি ভাবছেন, ভয়ঙ্কর আর রোমাঞ্চকর ৬৯ তাকে কি মনে করিয়ে দিচ্ছে! আওয়ামীলীগের অফিসের সামনে থেকে কি ধরে নেওয়া হতো মুজিবকে, সামসুল কে, ভাসানিকে? জানতে বড় ইচ্ছে হয়! স্বাভাবিক নিয়মে রাতের পর আসে দিন, তাই যদি হয় তাহলে এ সময়কে কি নামে অভিহিত করব এখন? রাতের অন্ধকারে চরের মাটি দখল হয়ে গেছে - এ খবর শুনে কালো আর শুঠাম দেহি, কদাকার বিপ্রতিপ কৃষকের বুক গুলো হয়ে ওঠে বিশাল ঢালের মত, চোখ গুলো আগনের দলা হয়ে অপেক্ষা করে পরবর্তী সকালের জন্য, আর মনের ভিতর ভাসে রক্ত সেচে তৈরি করা সবুজ ধানের ক্ষেত। আমি জানি, বি এন পি নয় সাধারন মানুষই একদিন হয়ে উঠবে বঙ্গভবনের অংশীদার কারন কয়েক লক্ষ হৃদপিণ্ডের বিনিময়ে পাওয়া এ বাংলাদেশ কয়েকজন কামরুল আর হাসিনার প্রেতাত্মার কাছে নিশ্চুপ অশ্বত্থের গাছ হয়ে রইবেনা, এ বিশ্বাস কালে কালে হাজারো অবিশ্বাসের আগুনে পুড়ে তবেই আমার কাছে এসেছে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.