কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
জন্ম হবে ক্লিনিকে, মৃত্যুও হবে ক্লিনিকে। বিনা চিকিৎসায় যেন একটি মানুষও মারা না যায় তার গ্যারন্টী চাই। এই দাবী অবাস্তব নয় । প্রয়োগ এবং দায়িত্ববোধ নাগরিক অধিকার সমাজ জীবনে বাস্বব সম্মত প্রয়োগ নিশ্চিত করতে পারে আমাদের একটি মৌলিক অধিকার।
সড়ক দূর্ঘটনা , নৌ-যান দূর্ঘটনা তুলনামূলক ভাবে আমাদের দেশে অন্যন্য সময়ের চাইতে অনেক বেড়ে গেছে।
কিন্তু যার ক্ষতি হয় তার ক্ষতি পূরন কি কেউ পায়। কয়টি যানবাহন এর ইন্সুরেন্স থাকে।
প্রতিটি নাগরিকের চিকিৎসা এবং দূর্ঘটনা বীমা করেও এই সমস্যার সমাধান করা যায়। যারা দূর্ঘটনা কবলিত হয়ে মৃত্যুবরন করেন তাদের ভাগ্যে বীমার টাকা জোটে না । উন্নত বিশ্বে কোন পরিবারে একজন সড়ক দূর্গঘনা কবলিত হলে ।
তার পরবতী জেনারেসন ইন্সুরেন্স এর টাকায় তাদের বাকি জীবন অতিবাহিত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।