আমাদের কথা খুঁজে নিন

   

মদের বোতল ফিরিয়ে দেন ইয়াইয়া তোরে

স্পোর্টস ডেস্ক: পুরস্কার স্মারক মদের বোতল ফিরিয়ে দিলেন ইয়াইয়া তোরে। আর সঙ্গে নাড়িয়ে দিলেন ফুটবল বিশ্বকেও। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ম্যানচেস্টার সিটির খেলার দিনের ঘটনা এটি। ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ এ ম্যাচে দারুণ নৈপুণ্যে ম্যাচজয়ী দুই গোল করেন ম্যানসিটির আইভরিয়ান তারকা ইয়াইয়া তোরে। এতে ৪৪ বছর পর প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের সুযোগ সামনে আসে ম্যানচেস্টার সিটির।

খেলা শেষে এ ম্যাচের সেরা খেলায়াড়ও ইয়াইয়া তোরে-ই। কিন্তু বিপত্তি বাধে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারটি নিয়ে। ইংলিশ ক্রীড়াঙ্গনে সুদীর্ঘ দিনের প্রথামতো এর স্মারক পুরস্কার শ্যাম্পেনের বোতল নিয়ে যত বিপত্তি। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি স্মারক শ্যাম্পেনের বোতলটি এদিন গ্রহণ করেননি ম্যানসিটি তারকা ইয়াইয়া তোরে। ধর্মপ্রাণ মুসলমান ইয়াইয়া তৎক্ষণাৎ সমবেতদের কাছে খোলাসাও করেন কারণটি।

সতীর্থ জোলিয়ন লেসকটের কাছে শ্যাম্পেনের বোতলটি ফিরিয়ে দিয়ে তোরে বলেন- ‘এটা তুমি রাখো। আমি মুসলমান, আমি মদ খাই না। ’ ইংলিশ প্রিমিয়ার লীগে বছরে সবচেয়ে বেশি আড়াই কোটি ডলার বেতন তোলা ইয়াইয়ার এ ঘটনায় টনক নড়েছে ইংল্যান্ডে ফুটবলের কর্তাব্যক্তিদেরও। ঐতিহ্য বদল খেলায় সেরা নৈপুণ্যের স্বীকৃতিতে শ্যাম্পেনের বোতল পুরস্কার দেয়ার ইংলিশ রীতি সুপ্রাচীন। ইংল্যান্ডের প্রিমিয়ার লীগেও এ রেওয়াজ চালু ১৯৯২ সালের প্রথম আসর থেকেই।

কিন্তু ইয়াইয়ার ঘটনার পর রীতি বদল হচ্ছে প্রিমিয়ার লীগে। এখন থেকে সেরা খেলোয়াড়ের পুরস্কার শ্যাম্পেনের বদলে স্মারক ক্রেস্ট রাখা হবে। ধর্মীয় কারণ ছাড়াও মদ পানে নিষেধাজ্ঞা আছে এমন খেলোয়াড়দের শ্যাম্পেইনের বদলে দেয়া হবে ক্রেস্ট। এ নিয়ে প্রিমিয়ার লীগের মুখপাত্র এক বিবৃতিতে বলা হয়, শ্যাম্পেন সাধারণত এক লোভনীয় পুরস্কার। তবে বিষয়টি নিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধর্মের বিজ্ঞজনদের সঙ্গে পরামর্শ করবো।

বিষয়টি গুরুত্বের চোখে দেখছেন নিউক্যাসল ইউনাইটেড ম্যানেজার এলান পারডিউ। ডেইলি মেইলকে পারডিউ বলেন, ‘আমার দলেও এমন খেলোয়াড় আছে, যার কাছে ধর্মটা অনেক বড় বিষয়। আর ইংল্যান্ডজুড়ে খেলোয়াড়ের এ সংখ্যাটা কম নয়। ধর্মাচার পালনে তাদের সুযোগ-সুবিধা দেয়াটাও জরুরি। ’ নিউক্যাসল ইউনাইটেডের সেনেগালিজ তারকা দেম্বা বা, পাপিস সিসে এবং হাতেম বেন আরফা জীবনাচারে ধর্মাচারে মুসলমান।

এদের কথা বিবেচনায় রেখে সমপ্রতি নিউক্যাসল ইউনাইটেড তাদের স্টেডিয়ামে প্রতিষ্ঠা করেছে আলাদা নামাজের ঘর। প্রিমিয়ার লীগে নিউক্যাসলের এদিনের প্রতিদ্বন্দ্বী দলটিতেও আছেন একাধিক মুসলিম। ইংলিশ লীগে ম্যানচেস্টার সিটি দলে ইয়াইয়া ছাড়াও কোলো তোরে, ফরাসি সামির নাসরি ও বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো ইসলাম ধর্মাবলম্বী। নিউক্যাসল ও ম্যানসিটির মুসলিম খেলোয়াড়রা ইয়াইয়া তোরে : আইভরি কোস্ট কোলো তোরে : আইভরি কোস্ট সামির নাসরি : ফ্রান্স এডিনজেকো : বসনিয়া পাপিস সিসে : সেনেগাল দেম্বা বা : সেনেগাল হাতেম আরফা : ফ্রান্স View this link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.