আমাদের কথা খুঁজে নিন

   

মদের বোতল

আমার ব্যক্তিগত ব্লগ

[খুব আশা নিয়ে ব্লগে এসেছিলাম, ভেবেছিলাম খুলনা আর কক্সবাজারের কি অবস্থা সেটা ব্লগারদের মাধ্যমে জানব। খুব সম্ভবত: পোস্ট করার মতোন অবস্থায় কেউ নেই। আশা করি ক্ষয়ক্ষতি খুব কম হবে] মদের বোতল আমাদের দেশে প্রকাশ্যে বিক্রি হয় না। সেটাই স্বাভাবিক। শিলিগুড়ি, দার্জিলিংয়েও চোখে পড়েনি তেমন একটা।

নেপালে দেখলাম, এই জিনিস সবচেয়ে বেশি পরিমানে পাওয়া যায়। কাকরভিটা বর্ডারের এক শহর। এখানে দেখলাম প্রায় সব দোকানে, এমনকি ছোট ছাপরা মুদি দোকানে বিস্কিটের পাশে মদের বোতল সাজানো। প্রথমে ভাবলাম, বর্ডারের শহর, নানা রকম মানুষ আসে, এই কারনে হয়তো..। এরপর পোখরা আর কাঠমান্ডুতে যখন দেখলাম একই অবস্থা, তখন মনে হলো মদ বোধ হয় এদের জাতীয় খাবারের পর্যায়ে পড়ে।

অথবা, টু্যরিস্ট দেশ বলেই এই অবস্থা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.