কেএসআমীন ব্লগ
১৯৭২/৭৩ সালের কথা। পল্টন ময়দানে মাওলানা ভাসানী ভাষন দিচ্ছিলেন। মঞ্চের সামনে লাখো জনতা।
মাওলানা বলে উঠলেন, "চাউলের দাম বাড়ছে, ডাইলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, তরিতরকারীর দাম বাড়ছে, সবকিছুর দামই বাড়ছে...... মদের দাম বাড়ছে কিনা আমি কইতে পারমু না, কইতে পারবো আমার যাদু মিয়া..."
(মশিউর রহমান যাদু মিয়া, মঞ্চে উপবিষ্ট, তাঁরই দলের অন্যতম নেতা)
প্রথমআলো'র শেষের পাতায় প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম পর্যবেক্ষণ করে দেখা যায় যে, সবকিছুরই দাম প্রায় ৫০% বেড়েছে গত ২/৩ মাসের মধ্যে। মদের দাম কি এর মধ্যে বেড়েছে এদেশে?
মঞ্চের যাদু মিয়া এখন নেই, ব্লগের যাদু মিয়াদের কাছে ছোট্ট প্রশ্নটি করতে চাই...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।