সদা নিরুপায় তবুও অকুতোভয় সাগর-রুনি হত্যাকাণ্ড বিষয়ে আমাদের ''নপুংশক" সাংবাদিক নেতারা পুনরায় গর্জন করতে শুরু করেছেন: ইকবাল সোবহান বলেছেন, ““আমাদের লক্ষ্য অর্জনে বিবেককে স্বাক্ষী রেখে সব ধরণের ঝুঁকি নিয়ে আন্দোলন পরিচালনা করবো।” অন্যদিকে, রুহুল আমিন গাজী বলেন, “অনেকে বলছেন সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর চায়ের দাওয়াতের পর চুপ হয়ে গেছে, এটি ভুল। আমরা আন্দোলনের ব্যাপারে নির্ভীক ও সাহসী। দায়িত্বশীল কেউ থাকলে দাবি আদায়ে চায়ের টেবিলে যেতে হয়। তার মানে এই নয় যে, আন্দোলন থেকে পিছিয়ে পড়বো।” এই নেতারা যে স্বরাষ্ট্রমন্ত্রীর চা পানের পর চুপসে গেছেন সেটা আমরা আমজনতার কাছে দিবালোকের মত পরিষ্কার৷ এবার দেখা যাক, তাদের নতুন হম্বতম্বি কি পান করার পর থামে৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।