আমাদের কথা খুঁজে নিন

   

নপুংশক রাষ্ট্রযন্ত্র আর হিজড়া রাষ্ট্র প্রধানদের বিচার চাই!!!

সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...

জামাতিরা তাদের যুদ্ধাপরাধ স্বীকার করছে না । এটা নিয়ে বেশ হৈচৈ ফেলে দিয়েছেন আমাদের বুদ্ধিমান বুদ্ধিজীবিরা । তারা সবাই জামাতিদের রাষ্ট্রদ্রোহী প্রমানে ভুরি ভুরি অকাট্য যুক্তি দেখিয়ে যাচ্ছেন। এ নিয়ে আমার কোন বিতর্ক নাই । আমার প্রশ্নগুলো অন্য জায়গায় ।

যে নপুংশক রাষ্ট্রযন্ত্র; যে হিজড়া রাষ্ট্রপ্রধানেরা দীর্ঘ ৩৬ বছরেও স্বাধীনতা বিরোধীদের একটা বাল ও ছিড়তে পারেন নাই; তাদের নিয়া কিছু উচ্চ-বাচ্য করছে না কেউ। অথচ কোর রাষ্ট্রদ্রোহী তার দোষ ঢাকতে কি বললো তা নিয়া মাথা ব্যাথার অন্ত নাই আমাদের বুদ্ধিজীবিদের!!! অসংখ্য মানুষের অমিত সম্ভাবনা আর জীবনের বিসময়ে আমরা কি পেয়েছি? একটি শব্দ- স্বাধীনতা??? অথচ আমাদের স্বপ্ন ছিলো আরো অনেক বেশি কিছু ! আমরা প্রতিটা মানুষ গনতন্ত্র; মানবাধিকার ; ধর্ম- নিরপেক্ষতা জাতীয় রসগোল্লা মার্কা বুলির বৃত্ত ভাঙতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম শব্দগুলোর প্রায়োগিক কোনো মাত্রা থাকুক। আমাদের স্বপ্ন দেখার কোন জায়গা থাকুক ! আমাদের হিজড়া শাসকেরা কেনো এতোদিনে রাজাকার-আলবদর -আল শামসদের কিছু একটা করতে পারেন নাই ; তা জানার হক কি আমাদের নাই??? নিজামিরি যদি অপরাধী হয়ে থাকে তাহলে আমাদের সুন্দর মুখের রাজা মহারাজারা কেন অপরাধী হবেন না? ভাবতে কষ্ট লাগে ; এই যুদ্ধাপরাধীরাই এখন আমাদের রাজনীতিক শরীরের অবিচ্ছেদ্য অংশে পরিনত হয়েছে !এই যুদ্ধাপরাধীরাই লাল-সবুজ পতাকা শোভিত গাড়িতে চইড়া দেশ বিদেশ ঘুইড়া বেড়ান !যদিও পতাকা বিষয়টার উপর একদম ভক্তি নাই আমার ;তবুও কেন জানি কষ্ট হয় বুকের বা'পাশটায়! প্রতিটি বাঙালি চায় যুদ্ধাপরাধীদের বিচার হোক। পাশাপাশি আমাদের সুন্দম মুখের চাপাবাজ রাজমাতা; রাজপুত্র আর তাদের পাইক-পেয়াদাদের কিছু একটা ব্যবস্থা হোক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.