নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । একজন সচেতন ব্লগার রুদ্রপ্রতাপ এর ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২১ বেলায় এই ব্লগে পোষ্টকৃত
মাছের মায়ের পুত্রশোক, নপুংশক রাষ্ট্রযন্ত্র ও মমতার মমতা!
Click This Link
শিরোনামের লেখাটি আমি নিজ দায়িত্বে আবারো আপনাদের সামনে তুলে ধরছি এখানে কারন……. ( এটি পড়ে আপনিই বলুন, না দেয়ার কোন কারন আছে কিনা । ) এক নপুংশক রাষ্ট্রযন্ত্র আর তার যন্ত্রীদের যাতাকলে আমি -আপনি আর কতো কাল এভাবে শুধু লিখেই যাবো , তাই ।
এর এক মন্তব্যে বিদ্রোহী ভৃগু বলেছেন - দুঃখজনক!
জাগো বাহে!! কুনঠে সবাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এমনেও মরছি ওমনেও মরছি... আইজ আহিজ বাহির করুমনে..
ল সবতে.. যা আছে কপালে.....
আর এক মন্তব্যের উত্তরে রুদ্রপ্রতাপ বলেছেন …………
০৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩১
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
তবে গুরুত্বপূর্ণ পোস্ট ব্লগার রা পড়েন না। গালি দিতাম খান কতক! দেখতেন খেইল!
এটি তুলে ধরার এটিও একটি অন্যতম কারন ।
এর পরে বিদ্রোহী ভৃগু আর এক মন্তব্যে নীচের কিছু প্রস্তাব তুলে ধরেছেন যার সাথে আমি একমত যদিও একটি প্রাথমিক সুপারিশ জুড়ে দিতে চাচ্ছি ।
প্রস্তাব বা সুপারিশ - প্রথমেই তিস্তা নদী এলাকার যে যে সংসদ সদস্য আছেন তাদেরকে এলাকায় অবাঞ্ছিত ঘোষনা করুন যদি তারা রাষ্ট্রযন্ত্রীদের (যেখানে ওনারা্ও বাদ্য বাজান প্রতি পাঁচ বছর অন্তর অন্তর) যন্ত্র থেকে জনতার সুর তুলে আনতে ব্যর্থ হন ।
১১. ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি করা যায় সবাই ভাবুন।
শান্তিপূর্ণ অথচ শক্তিশালি, গঠনমূলক আবদেনময় পদ্ধতিতে মতের পক্ষের জনমতকে উচ্চকিত করতে হবে।
** তিস্তাপারের মানুষকে উদ্ধুদ্ব করে লং মার্চ করা যেতে পারে।
** আন্তর্জাতিক ভাবে কাজ করতে যারা সক্ষম তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক অংগনে বিভিন্ন মাধ্যমে (সমাবেশ, সেমিনার, মানববন্ধন, মিডিয়া কাভারেজ সহ প্রযোজ্য সকল মাধ্যম ) ব্যভহার করে অনরবত, ক্রমাগত (যতদিন লক্ষ পূরন না হয়) প্রচারকাজ চালিয়ে যাওয়া।
** দেশী টিভি এবং সাহসী মিডিয়া ব্যক্তিত্বরা যারা সক্ষম এই বিষয়ে একই কাজ করতে পারেন।
** শর্ট ফিল্ম , ফিল্ম ক্রিটিকরা এই বিষয়কে মূখ্য করে দারুন দারুন সব পরিবেশ, মানবতা, জীবন ও জীবিকা এইরকম আবেগঘন বিষয়কে ফুটিয়ে তুলে জাগিয়ে তুলতে পারেন দেশ সহ আন্তর্জাতিক জনমতকে।
** ফটোগ্রাফাররা পারেন অতীত (সংগ্রহ করে) এবং বর্তমানের তিস্তাকে চিত্রে বন্দী করে প্রদর্শনীর মাধ্যমে সকলের চোখে ফুটিয়ে তুলতে। আমাদের হারানো সম্পদ, জীববৈচিত্র, জীবিকা, জীবন স্বপ্ন, চলমান নদীর গতি-প্রকৃতির নির্মমতাকে সামনে এনে আমাদের সংকুচিত ভিত আত্মায় সাহসের প্রাণ প্রবাহ ছড়িয়ে দিতে।
** আর ছোট্র করে আমরাতো পারিই এক বা একাধিক গ্রুপে প্রেসক্লাব বা বিভিন্ন প্রযোজ্য স্থানে মানব বন্ধন করতে।
আরো কি কি করা যায় চলুন ভাবি --এবং ছড়িয়ে দিই স্বপ্নকে মুক্ত আগামীর নিশ্চয়তার জন্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।