আমাদের কথা খুঁজে নিন

   

রুয়েট শিক্ষার্থী আজিজ হত্যাকান্ড: ১০ ছাত্র বহিষ্কার

রাজারাকারদের বিচার চাই....... রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিার্থী ও ছাত্রলীগ কর্মী আব্দুল আজিজ খান সজীব হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে রুয়েট প্রশাসন। মঙ্গলবার রাতে রুয়েটের আইন-শৃংখলা বোর্ডের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। রুয়েট সূত্রে জানা যায়, রুয়েট প্রশাসন গত ৩০ মার্চ আজিজ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এরপর তাদের বক্তব্যের পরিপ্রেেিত তথ্য যাচাই করে আইন-শৃংখলা বোর্ড ওই ১০ জনকে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে মঙ্গলবার রাতে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। সভায় ১০ জনের মধ্যে ছয় জনকে আজীবন, তিনজনকে তিন বছর এবং এক জনকে দুই বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজীবন বহিষ্কৃতরা হলেন ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোহায়েমিনুল হক পলাশ, সুলতান রাজিবুল ইসলাম, তানভীর আহমেদ, জাহাঙ্গীর আলম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র সুফিয়ান আলম এবং যন্ত্রকৌশল বিভাগের ৩য় বর্ষের ছাত্র মো. আরাফাত আল জামী রেজুয়ান। এ ছাড়া তিন বছরের জন্য বহিষ্কৃতরা হলেন মির্জা আবু গোলাম রাসেল (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৩য় বর্ষ), কাজী মাসতিক আহমেদ (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৪র্থ বর্ষ), জয়ন (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৩য় বর্ষ)। আর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিার্থী আমিনুল ইসলামকে দুই বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই সভায়। এদিকে, আজিজের মৃত্যুর আগে সে নিজেই ১৪ জনের নাম উল্লেখ করে মতিহার থানায় মামলা করলেও তার মধ্য থেকে চারজনকে শাস্তি না দেওয়ায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে রুয়েট উপাচার্য প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরী সাংবাদিকদের জানান, ওই শিার্থীদের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কিছু আইনগত দিক বিবেচনা করে শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইন-শৃংখলা বোর্ডের সভায় উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য প্রফেসর সিরাজুল করিম চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মোর্তুজা আলী, ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. মো. শামীমুর রহমানসহ সকল ডিন ও প্রধানরা। প্রসঙ্গত, গত ১২ মার্চ রুয়েট ক্যাফেটোরিয়ার সামনে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের হামলায় গুরুতর আহত হন ছাত্রলীগের দুই কর্মী আব্দুল আজিজ ও রনি। এদের মধ্যে গত ১৫ মার্চ গভীর রাতে ঢাকার সাভারে একটি কিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল আজিজ খান সজীব। ### ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.