আমাদের কথা খুঁজে নিন

   

রুয়েট যন্ত্রকৌশল বিভাগের বিদায়-বরন অনুষ্ঠিত

চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!

গতকাল(১৮.০৪.২০১০) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ০৫ সিরিজের বিদায় ও ০৯ সিরিজের বরন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে রুয়েট যন্ত্রকৌশল সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যান উপদেষ্টা প্রফেসর ড. আশরাফুল আলম এবং সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও যন্ত্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ড. রফিকুল আলম বেগ। দুটি অংশে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথমে ছিল বিদায়-বরন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও আলোচনা সভা এবং দ্বিতীয় অংশে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীনদের ফুল দিয়ে বরন করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

নবীন, প্রবীন ও শিক্ষকদের আলোচনায় জমে ওঠে প্রথম পর্ব। উপস্থাপনায় ছিল ৪র্থ বর্ষের(০৬ সিরিজ) সিফাত আদনান বাপ্পী ও রোখসানা আফরোজ চৌধুরী। রাতে যন্ত্রকৌশল সমিতি কতৃক আয়োজন করা হয় গ্রান্ড ডিনার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল সবচেয়ে আকর্ষনীয়। নাচ, গান, ফ্যাশন শো, রোমান্টিক কবিতা আবৃতিতে জমে উঠিছিল পুরো অডিটরিয়াম ভর্তি দর্শক।

অংশগ্রহনে ছিল যন্ত্রকৌশল বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা। সকল যান্ত্রিকতাকে পাশে ফেলে ভাবি প্রকৌশলীরা মেতে ছিল বিনোদনে। ক্লাস, রিপোর্ট, ক্লাস টেস্ট বা এসাইনমেন্টের বাইরেও যে তাদের একটি জীবন আছে তা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিল যন্ত্রকৌশল বিভাগের সকলেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.