রাজশাহী, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শহীদ মিনার বেদিতে স্যান্ডেল নিয়ে ওঠার জের ধরে বুধবার দুপুরে ক্যাম্পাসের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হয়। পরে পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
উপাচার্য সিরাজুল করিম চৌধুরী রাত আটটার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হল প্রভোস্ট, ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।"
মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুএ:bdnews24.com
লিংকhttp://bdnews24.com/bangla/details.php?cid=10&id=150846&hb=top)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।