আমাদের কথা খুঁজে নিন

   

"রুয়েট চিরকুমার সংঘ" - পেছনের কথাগুলো!!!!

পৃথিবীর কোলাহলে একা একা হাঁটছি.......


রুয়েট চিরকুমার সংঘের “চিরকুমার দিবসের” আয়োজন নিয়ে face-বুক তোলপাড়। নিউজ লিঙ্ক শেয়ারে শেয়ারে ক্লান্ত facebook এর নোটিফিকেশন টিম।


সার্বিক অবস্থা নিয়ে রুয়েট চিরকুমার সংঘের মুখপাত্র “চিরকুমার মদন” বলেন-

- “ক্লাস থ্রি থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমরা সর্বমোট ৫০ টি উপপাদ্য পড়েছি। একটু খেয়াল করলে হয়তো দেখবো এই উপপাদ্যগুলোর নিচে ছোটখাটো কিছু অনুসিদ্ধান্ত থাকে।
রুয়েট চিরকুমার সংঘকে যদি আমরা এই রকম একটি উপপাদ্যের সাথে তুলনা করি তাহলে আমরা কিছু অনুসিদ্ধান্ত পাই।

আসুন তাহলে দেখি আমরা কি কি অনুসিদ্ধান্তে উপনীত হতে পারি-

অনুসিদ্ধান্ত-১
রুয়েট চিরকুমার সংঘের চিরকুমারগণ শুধুমাত্র রুয়েট প্রাঙ্গণেই চিরকুমার, রুয়েট গেইটের বাইরে নয়।

অনুসিদ্ধান্ত-২
রুয়েটের উল্লেখযোগ্য সংখ্যক ছেলে এখনো সিঙ্গেল।

অনুসিদ্ধান্ত-৩
রুয়েটের বেশিরভাগ মেয়েই Engaged.

অনুসিদ্ধান্ত-৪
এই সংঘের চিরকুমারগণ indirectly বলতে চান- “we are ready to mingle” ”




“চিরকুমার দিবসের” প্রভাতফেরীর লেডিস হল যাত্রা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন-

- “গোপন সুত্রে খবর পাওয়া গেছে লেডিস হলের কিছু সংখ্যক সদস্য এখনো সিঙ্গেল আছেন। তাই যদি ঝড়ে বক মরে... বুঝেনই তো... ”

কিছু প্রেমিক (সাবেক/ বর্তমান) দের আপনাদের চিরকুমার সংঘে দেখা যাচ্ছে, এ বিষয়ে আপনার কি মন্তব্য?

- সবার জীবনেই কিছু না কিছু কালো অধ্যায় থাকে। আমার জীবনেও আছে।

আর ব্যতিক্রম কখনো উদাহরণ হতে
পারে না।

আপনাদের মটো “save the girls” এর মাধ্যমে আপনারা আসলে কি বুঝাতে চাচ্ছেন?
- “আসলে আমাদের মতো ভালো(!) ছেলে আপনি আর একটাও খুঁজে পাবেন না। আমরা মেয়েদের আমাদের কাছে টেনে নিয়ে অন্য সবার কাছ থেকে সেইফ রাখতে চাই। আর আমরা বলি- দুষ্টু নারীর প্রলোভনে পড়া চলবে না and you know there is some difference between নারী and girl!!!! ”




“চিরকুমার চা” এর রহস্য কি?
- “এই চায়ে এমন কিছু দুর্লভ জরিবুটি(!) আছে যা খেলে মেয়েরা চিরকুমার সংঘের দিকে আকৃষ্ট হবে। আই মিন আমাদের “save the girls” campaign এ সাড়া দিবে”।









চিরকুমার চত্বর সেলিম হলের সামনেই কেন? অন্য কোথাও কেন নয়?
- “আসলে রুয়েটের প্রায় সব মেয়েকেই হলে ফেরার জন্য এই পথটিই ব্যবহার করতে হয় কিনা!!!!”

আপনাদের এই “save the girls” campaign কতদিন চলবে।
- “পাস করে একটা জব পেলেই বিয়ে করবো ইনশাআল্লাহ্‌। সবাই আমার জন্য দোয়া করবেন”।


এই ছিলো রুয়েট চিরকুমার সংঘের মুখপাত্রের ভাষ্য।

রুয়েট চিরকুমার সংঘের এই অগ্রযাত্রা স্থবির হয়ে যাক এই কামনাই করি।



 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.