বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে বাংলাদেশে দুজন গুরুত্বপূর্ণ অতিথি এসেছিলেন। তাঁরা আমাদের মনের কথা বলে গেছেন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া পরিষদ আয়োজিত এক মানববন্ধনে মওদুদ এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। এই কথার অর্থ হলো বিএনপি এখন ভারত ও আমেরিকার সমর্থন আদায় করতে চাইছেন বা তাদের নিকট থেকে গ্রীণ সিগনাল এর অপেক্ষা করছেন। আর আবুল মাল আবুল মুহিত বলেছেন তারা গ্রামীণ ব্যাংক বিষয়ে হিলারীর কথা শুনবেন না। তার মানে, আওয়ামী লীগ বুঝতে পেরেছে তারা আমেরিকার সমর্থন হারাচ্ছে। দুঃখ একটাই, ক্ষমতার জন্য কেউ জনগণের উপর নির্ভর করে না, নির্ভর করে পরাশক্তিদের উপর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।