আমাদের কথা খুঁজে নিন

   

মওদুদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের মামলা

মঙ্গলবার বিকেলে দুদকের উপপরিচালক হারুনুর রশিদ নিজে বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেন।
গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের পক্ষ থেকে বেলা সাড়ে ৩টায় মওদুদ আহমদ ও তার ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।”
ক্ষমতার অপব্যবহার করে ১৯৭৮ সালে মওদুদ একটি বাড়ি দখল করে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।
বাদী হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গুলশানের যে বাড়িটিতে মওদুদ আহমদ ও তার পরিবার বর্গ থাকছেন, সেটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এই বাড়ির মালিকানা তিনি (এহসান) লাভ করেন।”

পরবর্তীতে ১৯৬৫ সালে এই বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রেলীয় নাগরিক ইনজে মারিয়া প্ল্যাজের নামও অন্তর্ভুক্ত হয়।
হারুনুর রশিদ বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।”
১৯৭৩ সাল থেকে মওদুদ এই বাড়িতে থাকছেন বলে জানান হারুন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.