আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রদ্রোহ মামলায় মওদুদের আগাম জামিন



রাষ্ট্রদ্রোহ মামলায় মওদুদের আগাম জামিন মিজান রহমান, ঢাকা সাবেক আইনমন্ত্রী ও বিএনপি’র ¯’ায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে রাষ্ট্রদ্রোহ মামলায় আগাম অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। এ মামলায় অভিযোগ গঠন না করা পর্যন্ত তাকে এই জামিন মঞ্জুর করা হয়। এছাড়া তাকে কেন ¯’ায়ী আগাম জামিন দেওয়া হবে না, চার সপ্তাহের মধ্যে সরকারকে তার কারণ জানাতে নির্দেশ দিয়েছে আদালত। ৯ আগ’¡ সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহির“ল হকের বেঞ্চ মওদুদ আহমদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগাম জামিন আবেদন মঞ্জুর করেন। তার পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন ব্যারিষ্টার রফিক উল হক।

সরকার পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল পিপি) এস এম সাজ্জাদ আলী গত ৮ অগাস্ট খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মওদুদ আহমদ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বির“দ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, গত ৪ অগাস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন আয়োজিত গোলটেবিল বৈঠকে জামায়াতের সাবেক সাংসদ তাহের বলেছেন, ‘আমরা আমাদের শক্তি শেষ করবো না। জামায়াতের শক্তিতো আছে। সময় হলেই এই শক্তি সরকারে বির“দ্ধে প্রয়োগ করা হবে।

যথাসময়ে যথাযথ ব্যক্তির ওপর আমরা আমাদের শক্তি প্রয়োগ করব’। অভিযোগে বলা হয়, জামায়াত নেতা এ বক্তব্য দিয়ে সরকারের গুর“ত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দিয়েছেন। বাদি অভিযোগ করেন, বিএনপির সাবেক মন্ত্রী মওদুদ আহমদ প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে জামায়াত নেতা তাহেরেরে বক্তব্যের বিরোধিতা করেননি। বরং তার বক্তব্যকে সমর্থন ও উৎসাহিত করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.