বুধবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক ‘মতপার্থক্য’ থাকলেও মওদুদের সঙ্গে ‘ব্যক্তিগত সৌজন্যমূলক সম্পর্ক’ থেকে মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী তার খোঁজখবর নিতে যান।
ইনু হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সঙ্গে মওদুদের স্বাস্থ্যের অবস্থা ও চিকিৎসা নিয়ে কথা বলেন এবং তার শয্যাপাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, “মওদুদ আহমদ দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সৌজন্যমূলক।”
এ বিএনপি নেতার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে ইনু বলেন “মওদুদ আহমদের মতো রাজনীতিবিদের প্রয়োজন আছে। তিনি সুস্থ হয়ে দেশের সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক ধারাবাহিকতা ও প্রক্রিয়া রক্ষায় ভূমিকা রাখবেন।”
গত রোববার বুকে ব্যথা অনুভব করায় মওদুদ আহমদকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।