I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself. “হেল্লো লিযিনার্স, বিসিগ্যালি আমি জে কোদাটা আপনাদের বোলতে চাই ইয... ডিফিনিডলি ইউ ওল আর টেনয্ড ফোর ইওর এক্সাম্স, আ-আ-আমি আপনাদের বোলতে চাই ইট্য রিল্লি আ নাইস সোং আপনাদের বেশ আ-আ-আ-ভালোই লাগবে আশা কোরি, সো স্টে-টিউনড আমি আবারো আসজি আরো ও-ওনেক ওনেক ইক্সাইডিং গানের কালেকশন নিয়ে, সো লেটয লিসেন টু দিয সোং ওফ এলিটা...” হে খোদা, কেন কেন কেন প্রতিদিন আমাকে এই আজব ভঙ্গিমায় কথাগুলো শুনতে হয়? আমি জানি আমি লিখে প্রকাশ করতে পারবোনা তাদের কথাবলার ঢং!! কিন্তু কেন ভাই, কেন?? এভাবে কেন? এই আর-জে প্রজাতি পয়দা হওয়ার আগে পর্যন্ত এমন ঢং-এ কথা বলতে কাউকেই শুনিনি আমি। এফএম রেডিও শোনা হয় গানগুলো শুনতে ভালো লাগে বলে। কিন্তু বিশ্বাস করেন মাঝে মাঝে এদের কথা শুনে ইচ্ছে করে ঠাস্ ঠাস্ করে চড় লাগাই। কে বলেছে তোমাদের এমন করে কথা বলতে? আমরা যারা “লিযিনার্স” (!!) আমরা কি তোমাদের পায়ে ধরেছি এমন আজব ভাষায় কথা বলতে আমাদের সাথে? আমরা কি এমন করে শুনতে ভালোবাসি? আমি সত্যি জানিনা এবং জানতে চাই এমন হাস্যকর এবং বিরক্তিকর ঢং এ কথাবলা কি খুবই জরুরী? ওরা কি কোনও সার্ভে করেছে যে জনগণ এমন করে কথাবলাটাই কান-পেতে শুনতে চায়?? কোথা থেকে এই ঢং-এর উৎপত্তি? আমি একাই কি বিরক্তবোধ করি নাকি আপনারা সবাই করেন?? ভাই বাংলা ভাষাটা এত সুন্দর!! আমাদের সূবর্ণা মোস্তাফা কিংবা সারা যাকের অথবা আসাদুজ্জামান নূরের কন্ঠশৈলী এখনও কান-পেতে শোনার মত!! আপনারা ইংরেজী বলতে চান? তাও নাহয় শিখে নিন আমাদের দেশের স্বনামধন্য ইংরেজী বক্তাদের কাছে!! কিন্তু এই আজগুবি ভাষা কেনো?? আমার ধারণা আপনারা ইংরেজী তো জানেননই না, বাংলা ভাষাটাও না-জানার ভান করতে গিয়ে শেষে এমন উদ্ভট আঁ-আঁ গোছের অসহ্যরকমের আওয়াজ করছেন যার ফলাফল আমাদের মত শ্রোতাদের বিরক্তি উৎপাদন ছাড়া আর কিছুই নয়!! টেলিভিশনে ইংরেজীতে একবার, বাংলায় একবার সংবাদ পাঠ করা হয়। আপনারা যারা ইংরেজী বলতে ভালোবাসেন তারা ইংরেজীতেই বলেন নাহয়, আর বাংলা ভাষার ভার ছেড়ে দিন কোনও বাংলাদেশী বাংলাভাষাভাষির উপর, পারবেন না?? প্লীজ!!! আচ্ছা এই আর-জে গুলো কি বাসায়ও এমন করেই কথা বলে? “হেল্লো মা, আজগে ওয়োট ইয্ আ-আ-আ-মেনু ফর ডিনার, ইউ নো আমার এগডু ডায়েট করতে হচ্ছে...” ??? আমি জানি আমি চাইলেই, হাজার চেষ্টা করলেও ওদের মত ভাষার পয়দা করতে পারবোনা আমার অনুর্বর মস্তিষ্ক থেকে। আমি মনে হয় বেশি ব্যাকডেটেড আর খ্যাৎ!! তবে আমার মনে হয় এফএম রেডিও আমাদের মত শ্রোতাদেরও শুনতে হয়-এটা ওনাদের মডার্ণ মস্তিষ্কে একটু চিন্তা করা উচিৎ!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।