যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
ব্লগে এখন ১৮+ ট্যাগিং এর পোস্টের সংখ্যা বাড়ছে; সেই সব পোস্টের পঠিত হাওয়ার রেকর্ড ভালো । সেটাই স্বাভাবিক, নিষিদ্ধের প্রতি আকর্ষণ মানুষের সবকালের । আগে দেখতাম ব্লগের নিরীহ কৌতুক/ জোকস গুলোতে ১৮+ ট্যাগিং শোভা পেত।
সেইসব আদিরসরে কৌতুক স্রেফ হাসির রশদ দিতো আর লেখকের ১৮+ ট্যাগিং দিয়ে তার পোস্টের কদর যেমন বাড়াতেন ঠিক তেমনি ব্লগের প্রতি তার দায়িত্ব আর কর্তব্যটাও সেরে ফেলতেন । কেননা ব্লগের অনেকেই হয়তো ১৮+ নয় কিংবা অনেকের এমন রস পচ্ছন্দ নয় । যাদের পচ্ছন্দ নয় তারা পোস্টটা এড়িয়ে গেলেন আর যাদের বয়স এখন ১৮ নয় তাদের নৈতিকতা পরীক্ষার (!!) সুযোগ দিয়ে গেলেন । বলাবাহুল্য জীবনের সব পরীক্ষায় সবাই উর্ত্তীন হন না , তার প্রয়োজনও হয় না ।
কিন্তু ইদানিং ব্লগের ১৮+ ট্যাগিং বেশ রহস্যপূর্ণ (!!)।
বাস্তবজীবন অভিজ্ঞতা, গল্প-কবিতা-ছড়া এমন কি সচিত্র আদিরসের এমন পোস্ট , পোস্টদাতার রসবোধকে প্রশ্নবিধ করে । তিনি কি ভুল করে এ ব্লগে নাকি আমি ?? তবে এমন পোস্ট করার জায়গা কিংবা রসাস্বাদনের জায়গা কি ওয়েবে কমে যাচ্ছে ?? যার জন্য একটি কমিউনিটি ব্লগে এসে এমন পোস্ট করে ১৮+ ট্যাগিং এর এমন দায়সারা ব্যবহার অনার্থক ।
এই ব্লগের নাম উচ্চারণের ক্ষেত্রে আমরা হরদম বলে থাকি এটি একটি কমিউনিটি ব্লগ কিংবা সামহোয়্যার ইন ব্লগ পরিবার । নিজের পরিবারে যে দায়িত্ব পালনে আপনি সচেস্ট তার খানিকটা দায়িত্ব (খুব কঠিন কোন দায়িত্ব নয়, কুরুচীপূর্ণ কাজগুলো না হয় এখানে নাই করলেন) না হয় এই ব্লগ পরিবারের জন্য করলেন । সব বয়সী ব্লগারদের কথা মাথায় রেখে পোস্ট করুন, সকল ব্লগের কাছে মিনতি।
আপনার ব্লগিং অভিজ্ঞতা আনন্দময় হোক, সৃজনশীল হোক ।
হ্যাপী ব্লগিং । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।