একটা ব্যাপার আমার কাছে বেশ হাস্যকর লাগে। মাঝে মাঝে যখন কিছু এডাল্ট সাইট ভিজিট করি ওখানে বেশ কড়া ভাষায় লেখা থাকে, ১৮ বছরের নিচে হলে এই সাইটে প্রবেশ নিষেধ। আমার বয়স যখন ১৮ বছরের নিচে ছিল তখন তো আমি নিজেই এসব তোয়াক্কা করতাম না। তাছাড়া মানুষের একটা সহজাত প্রবৃত্তি হল যা নিষেধ করা হয় তাই মানুষ বেশী বেশী করে বা নিষিদ্ধ জিনিসের প্রতিই আকৃষ্ট হয় বেশী। তাহলে খামাখা এসব লোক দেখানো কথাবার্তা কেন লেখা থাকে? কারো বয়স যদি ১৮ বছরের নিচে হয়ে হয়ে থাকে এবং সে যদি কোনো এডাল্ট সাইটে প্রবেশ করে থাকে, সাইট কর্তৃপক্ষ কি কখনো বুঝবে যে ঐ ব্যাক্তি ১৮ প্লাস না মাইনাস??
কালকে সামুতে এক ভদ্রলোক একটা এডাল্ট জোক্স পোস্ট করেছিলেন।
ভুল বশত হয়ত উনি ১৮ প্লাস লিখেন নি পোস্ট-এর পাশে। বেশ দায়িত্বশীল কিছু ব্লগার দেখলাম উনাকে বলছেন, "আপনি এরকম পোস্টে ১৮ প্লাস লেখেননি, আপনি তো ব্যান খাবেন"। নিশ্চয়ই সামুতে এই কারনে ব্যান খাওয়ার ঘটনা ঘটেছে তা না হলে তো সেই দায়িত্বশীল ব্লগারদের এরকম মন্তব্য করার কথা না। যাই হোক পরবর্তীতে পোস্টদাতা পোস্টটির পাশে ২৩ প্লাস লিখে দিয়েছিলেন।
এখন কথা হল, ১৮ প্লাস বা ২৩ প্লাস লেখার আদৌ কি কোনো মানে হয়? আপনাদের কি ধারনা ১৮ প্লাস লিখে দিলেই ১৮ মাইনাসরা সেখানে ঢুকবে না? আমার তো মনে হয় এরা আরো বেশী করে ঢুকবে।
আসলে চোখের সামনে কৃত্রিমতা দেখতে দেখতে এখন অসহ্য লাগে তাই হতাশার বংশবর্তী হয়েই পোস্টটা দিলাম। এতক্ষন খামাখা আপনার টাইম নষ্ট করার জন্য দুঃখিত!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।