আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগঃ শেয়ার বাজার



আমি অত্যন্ত অত্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ী । Bank এ টাকা লাভ পাওয়া যায় অনেক কম, তাই শেয়ার বাজারে আসা । কিন্তু বর্তমানে যা অসুস্থ অবস্থা, তাতে মনে হচ্ছে শেয়ার বাজারে থাকাটা সমুচিন না । এতটা আর্থিক ক্ষতিগ্রস্থ যে, বের হতেও পারছি না । এখন মনে হচ্ছে তদন্ত শেয়ার বাজারকে আরো ক্ষতিগ্রস্থ করছে ।

মিডিয়া একে আরো তরান্বিত করছে । এতে আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছি । এটা সন্চলকরা বুঝবে না, বুঝতেও চাইবে না । মিডিয়া স্বাধীন ( নিজের মালিকের কাছে পরাধীন) । বলার অধিকার আছে ।

কিন্তু আমাদের কথা কি ভেবেছে ? কিভাবে নিজের মালিকের প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, সেটাতে ব্যস্ত । জনাব ইব্রাহীম খালেদ, আপনি তদন্ত কমিটির প্রধান । আপনি তদন্ত করেছেন, রিপোর্টও জমা দিয়েছেন । আপনার কাজ শেষ । আপনি কেন মিডিয়াতে এসে এটা বিশ্লেষন করবেন ? অনেকের নাম প্রকাশ করবেন ? এটা কি গোপনীয় না ? যদি গোপনীয় না হয়, তা হলে সরকার কেন এই তদন্ত রিপোর্ট প্রকাশ করছেন না ? মিডিয়া দাবি করছে এই তদন্ত রিপোর্ট তাদের কাছে আছে (আজকে কালের কন্ঠ তাই বলেছে)।

যদি তাই হয়, তা হলে তদন্ত রিপোর্ট নিয়ে কেন এত লুকুচুরি । অর্থমন্ত্রী তদন্ত রিপোর্ট প্রকাশ দিলেতো হয় । মরবো যখন একবারেই মরি । এভাবে বারবার অল্প অল্প মরার চেয়ে । মিডিয়া আর গাল-গল্প বানাতে পারবে না ।

Digital Digital বলে ক্ষমতা এসে, অন্ত:ত SEC তে Digital এর কোন upgradation নাই । তাই SEC তে কার্যক্ষমতাও কম । তদারকিও কম । দুর্নীতি তাই বেশী । অনেক Bankও এই কেলেংকারির সাথে জড়িত ।

কারন তদারকি কম । এজন্য Bangladesh Bankও, তাদের দায়িত্ব এড়াতে পারেন না । সরকারের দুই বছর অতিক্রম করেছে । যাদের যা দায়ীত্ব দিয়েছে, তা সঠিকভাবে দক্ষতার সাথে পালন করেছে কিনা ? তা ভাবা উচিৎ বলে মনে করি । তা না হলে আবার সেই পালাবদল ।

অন্তত: শেয়ার বাজারের সার্থে সকল প্রকার টক শো, পত্রিকায় গাল-গল্প বন্ধ করা আহ্বান রইল বিঃ দ্রঃ বিডিনিউজ২৪ এ তদন্ত রিপোর্ট দেওয়া আছে (অনেক তদন্ত রিপোট প্রকাশ হয় না। যেমনঃ বিডিআর) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।