আমাদের কথা খুঁজে নিন

   

“প্রসংগঃ পুনরায় স্বাধীনতা”

আমি, আবু তৈয়ব মুর্শিদুল মাওলা হে আমার দেশ, আজ ও তোমার বুকে এ কোন নির্লজ্জ হায়েনা দেয় হানা? মরিছে যাদের হিংস্র থাবায় লক্ষ জনতা, নাম না জানা। তোমারি বুকে আজি এ কোন হায়েনাদের উদোম নৃত্য? লক্ষ নিরীহ জন আজি কেন ঐ হায়েনার ভৃত্য? আজি কেন তোমার মসনদে পড়ে রাজাকারের পদ ধূলি? একাত্তরে তাদের নিরলজ্জ আত্যাচার আজকে গেছ ক্কি ভুলি? আজি কেন বীর মুক্তিযোদ্ধারা সব আধিকার থেকে বঞ্চিত? অথচ তোমার বুকে বসে রাজাকার করছে ধন সঞ্চিত। আজি কেন তোমার পতাকা লয়ে ঘুরে একাত্তরের রাজাকার? এজন্যেই কি একদা বাঙ্গালি করেছিল আন্দলন, স্বাধীকার? কীভাবে আজ ও তুমি রইলে নিশ্চুপ দাও হে জবাব দাও, বুকের যত উত্তপ্ত লাভা সবি উগ্রে ফেলে দাও। আজি কেন শুনি নগ্ন হুংকার ওই রাজাকারদের মুখে? কেন তারা আজি লাথি মারে বীর মুক্তিযোদ্ধার বুকে? সময় অনেক গিয়েছে চলে কষ্ট আর দুঃখে দুঃখে লাথির বদলে লাথি মারি চল ঐ হায়েনার বুকে। অতিতের সব জরা গ্লানি ভুলে চল আজি সবে মাতি বেশ, রাজাকার সব বিতাড়িত করে আবার করি স্বাধীন বাংলাদেশ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।