আমাদের কথা খুঁজে নিন

   

হারানো সুখ

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। উত্তরী বস্তৃতা দীঘল কোমল শ্যাম কৃষ্ণ চিকুর আবেগের আল্পনা চন্দ্রবদনে হয়ত বেদনা বিধুর নিষ্পেষিত মরুময়তা রুক্ষ রুদ্র টানা সে অধর বাদলের ধারা অবিরল সন্তপ্ত,নিশিথে ঝরে নির্ঝর গভীর যতনে ক্লান্ত রোদনে নিরবতা খানখান অস্পষ্ট নীলিমায় দূর দিগন্তে ছুটন্ত কার বাণ রুষ্ট আত্মার অতৃপ্ত দহন লালসায় ভরা চোখ হায়েনার দল, অব্যক্ত সে সুর,অযাচিত ভয়ানক জান্তব চিৎকার ব্যথিত বেদনের থমকানো শিহরণ কৃষ্টি সৃষ্ট কাষ্ঠ দগ্ধ মাদকতার আবেগি অনুরণন আষ্টে পৃষ্টে নির্মম যাতনা, বিস্ময়ে উৎসুক রক্তিম লোচন খুঁজে ফিরে যায় আঁধারে হারানো সুখ । দুই তিন টা ক্যামেরা পছন্দ হয়েছে ।

কিন্তু কোনটা কিনলে ভালো হবে বুঝতে পারছি না। পোস্ট এ বিস্তারিত দিলাম। যারা জানেন এ বিষয়ে একটু হেল্পান প্লিজ। হেল্পানো খুবই জরুরি। প্লিজ চরম লুলীয় কিছু ছবি ( কয়েকটা ১৮+ নিজ দায়িত্বে দেখবেন) মারাত্মক কিছু অপটিক্যাল ইল্যুশন যার অনেক গুলোই আপনি দেখেননি ক্লিক ক্লিক ক্লিক আমার আমি কন্টাক্ট লেন্স।

আমার মত যারা চশমা পছন্দ করেন না, বা চশমা পরতে ভালো লাগেনা, তাদের জন্য এক বিকল্প। এক্স ফ্যাক্টর (ছবি ব্লগ) - ভালবাসার এ টু জেড (শুধুমাত্র যাদের গার্ল ফ্রেন্ড নেই তাদের জন্য আলোকবর্তিকা) গিফট গিফট গিফট ( যারা কি গিফট দিবেন ভেবে পাচ্ছেন না,এখান থেকে একটা দিয়ে দিন) তোমার ছেলে আজ অনেক বড় .................... দেখে যাও তুমি মা .................................... চরম লুলীয় কিছু ছবি (১৮+ মনে করলে ১৮+, না মনে করলে নয়, নিজ দায়িত্বে দেখবেন) পার্ট- ২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.