বিদায় - পথের নয়, পথিকের...
কোনো উদভ্রান্ত ডাহুকের ছোট্ট বুকের, অসীম আকুতিতে কখনো খুঁজেনি..
কখনো খুঁজেনি....
বদ্ধ কোন ঘরের কোনে লুকিয়ে থাকা এতটুকু আলো...
খুঁজেনি.. জীবনের হাজারো রঙের মাঝের হারিয়ে যাওয়া কোন রং..
তবু কেন... সে খুঁজে পেতে চায়...হারিয়ে যাওয়া, কোন অজানা সুর..
কোনো অন্ধ-পথিকের পথের দিশা হয়ে নয়,
নয় কোনো বদ্ধ-উন্মাদের আত্ম-প্রবঞ্চনায়..
এ সুর কেবল ভালোবাসার স্মৃতি-চিহ্ন হয়ে রয়..
সেই একাকী ডাহুকের উষ্ম-হৃদয়... অজানা দীর্ঘশ্বাসে!
একাকী হৃদয়, হৃদয়ের হাহাকারে গুমরে কাঁদে..
কে চায়...কে চায়...
অজানা দ্বীপে নির্বাসনে যেতে..
তাইতো নিঃসীম নিরবতাকে ভালবেসে,
ছুঁয়ে দিতে হয় অচেনা একটি সুর।
যদি বা অস্পষ্ট আহবানে স্মৃতির কোন পৃষ্ঠা নবরুপে হাসে..
যদি বা অস্ফুট চিৎকারে বাতাসের কণা ভারী হয়...
তবুও অজানা সুরের অসম মমতা হাতছানি দেয় প্রতিটি হৃদয়..
নিঃসীম নিরবতায়।
কোনো আকাশের, রক্তিম বুকের আলোর ঝলকানিতে...
মুগ্ধ নয়নে দেখেছি..কত বেওয়ারিশ আনন্দের হিল্লোল...
মানবতার চরম অবমাননার নামান্তরে পেয়েছি, চরম উৎকর্ষতার হল্লা।
কোনো হরিণের বুকে জড়িয়ে থাকা নিরাপত্তাকে ঠাই করে...
মানবতা খুঁজে ফেরে নিত্য জীবন।
হাহাকার কি বাঘের বুকেও জন্মায় না!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।