খুব মোলায়েম খুব আবেগে
খুব সুপ্রিয় আঁকে,
চলতো কথা কালির ছোঁয়ায়
মেলতো পাখা ডাকে।
কান্না হাসি - ভালোবাসি
হাজার ভাবনা ভেসে,
বইয়ে যেতো দূর সুদুরে-
প্রিয়জনের দেশে।
আজ হয়েছে সেদিন গত
মেইল, এস এম এস মোবাইল যত,
কইছে কথা যখন তখন
অপেক্ষার আর নেই প্রয়োজন।
তবুও হঠাৎ থমকে দাঁড়াই -
কি হারালাম কিযে,
কোথায় যেনো শূন্যতাটা
উঠছে হৃদয় ভিজে,
প্রানের ছোঁয়া হারালো কি
যন্ত্র গতির তোড়ে-
সাদা কালো হাতের কলি
স্মৃতি হয়ে ঘোরে।
তবুও ভাবি যদি.....
সেই বারতা আসতো ফিরে
বইতো নিরবধি।
নতুনেরে সাজানো কি যায়?
পুরানো সেই আবেগ ভরা হাজার মমতায়.. ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।