আমাদের কথা খুঁজে নিন

   

হারানো দিন

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না।আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়।কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না।ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। হারানো দিনের সাথে হারিয়ে গেছে মোর সুখ লুকিয়ে আছে মোর প্রেম তাহা ক্ষণে-ক্ষণে মনে পড়ে হৃদয় আকাশে ভেসে ওঠে আখিঁ মোর করে ছলছল। হৃদয় কাননের যত ফুল ঝরে গেছে মোর অতীত দিনে সৃতির পাতায় আঁকা আছে তার মোর ভালবাসা নামে। নির্জণ রাতে আসিত সে বুকে চুপি-চুপি অন্যের অগোচরে ভালবাসিত মোরে। হায়ঃফিরে পেতে চায় মন তারে প্রাণ ভাসতে চায় তার ভালবাসার সাগরে বুঝেনা মন মোর বুঝেনা মোর প্রাণ মৃতরা পায়না প্রাণ পাবনা আমি তারে তবু অবুজ হৃদয় বলে চাই,চাই তাকে চাই সম্মুখে হাড়ানো দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.