আমাদের কথা খুঁজে নিন

   

তৈলাক্ত দরখাস্ত(যখন চারিদিকে তেল আর তেল)...... (সাময়ীক পোষ্ট)

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। আমি দায়ী না। এক উন্মাদ দায়ী। মাননীয় এবং মাননীয়া মডারেটর সামু আমার মামু ব্লগ বিনিত নিবেদন এই যে, আমি একজন নতুন ব্লগার। আমি আপনাদের অন্যান্য ছুপার ব্লগারদের মত লিখিতে না পারিলেও চেষ্টা করিতেছি ।

এখন মাননীয়ার এবং মাননীয়র প্রতি আমার আর্জি এই যে আমি আপনার এই ব্লগে আমার একখান অখ্যাদ্য লিখা ছাপাইতে চাই। দয়া করিয়া লিখার উপর নিচে ডানে বাঁয়ে একটু নজর বুলাইয়া ছাপাইলে আপনার প্রতি বাধিত। এইটাকে গল্প ভাবিবেন না, ইহা আপনার প্রতি আমার তেল সমৃদ্ধ একখানা দরখাস্ত। প্রচুর তেলতেলা দরখাস্তের কারন দেশের সবখানে এখন তেলতেলা পরিস্থিতি বিরাজ করিতেছে। এতো এতো তেল যে খানিক ডরাইতেছি কখন জানি আবার আমেরিকা তেলের সন্ধানে এই ভাগা অভাগা বঙ্গ জাতির উপর হামলা করিয়া বসে।

কোথায় নেই এই তেল সংসদ(যেখানে এখন গালি ফ্রিতে পাওয়া যায়) থেকে রাজপথ, অফিস আদালত থেকে ব্লগ ফেইসবুক এমনকি জীবন বাঁচানু হাসপাতাল গুলোতেও বাকি ব্যাখ্যায় এখন আর গেলাম না। যাইহোক, অধমের এই তেলতেলা দরখাস্ত আর লম্বা না করি। তাতে আবার বেশি তেলের কারনে, এই গরমে আমাশয়, কলেরা এমনকি ডায়রিয়াও হতে পারে। গতকালের রিপোর্ট অনুযায়ী এই সব রোগের জন্য করা সংশ্লিষ্ট হাসপাতাল গুলোতে পর্যাপ্ত জায়গা নাই। তাই আজকে আর এর বেশি তৈলাক্ত না করে ছাপানুর বিনিত অনুরোধ জানিয়ে বিদায় নিলাম।

বিনিত তেলতেলা নিবেদক সাগর উন্মাদ( কোন এককালে আছিলাম আর কি ) বিঃদ্রঃ ইহা একটি রম্য দরখাস্ত। কারো জীবনের সাথে ডাইনে বামে, চামে চিকনে, উপরে নিচে মিল খাইলে আমি উন্মাদ দায়ী নই। আর জানেনতো পাগলে কিনা বলে। আঃটঃ অনেক পর আজ একটা রম্য রচনা লিখতে বসছিলাম, থিম রিভিও দিলাম এটা আসলটা আসিবে খুব শিগরী। শুভকামনা সবার জন্য।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.