হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। রাজনীতি যদি হয় জনগনের জন্য তবে যারা এর কর্মী কিম্বা নেতা তাদের কাজের মাধ্যমেই জনগণ চিনতে পারবে, সেটিই কি স্বাভাবিক নয়?বিভিন্ন রাজনৈতিক দলের কমিটির বিভিন্ন পদে যারা থাকে তাদের ক’জন কে সাধারন জনগণ চিনে? কিসের ভিত্তিতে কেউ কোন পদের জন্য নির্বাচিত হয় সেটা কেউ জানে? কমিটি নিয়ে মারামারি, দল ভেংগে যাওয়া এসব তো নিত্ত দিনের ব্যাপার। এজন্যই বছরের পর বছর কমিটি ছাড়াই চলে বড় বড় রাজনৈতিক দলের মহানগরী-জেলা শাখার মত গুরুত্বপুর্ণ শাখাগুলি। আর জনসেবা বা দলে গুরুত্বপূর্ণ কাজ না করেও নেতাদের ম্যানেজ করে কেউ কেউ বাগিয়ে নেয় গুরুরত্বপূর্ণ কিম্বা শোপিস পোস্ট। আর তারপরও কাজ শেষ নয়। তখন নেতাদের অভিনন্দন জানিয়ে নিজের ছবিসহ পোস্টার ছাপিয়ে রাস্তায় ঝুলিয়ে রাখতে হয়! দেখুন এরকম একটা পোস্টার। ঊনি একটি রাজনৈতিক দলের যুব সংগঠনের হাফ মহানগরী শাখার সহ পরিবেশ বিষয়ক সম্পাদক হয়ে পোস্টার ছাপিয়েছেন, যাতে অভিনন্দন জানিয়েছেন সাত জন কে। হয়ত পোস্টারে জায়গা থাকলে আরো লোকজন অভিনন্দন পেতে পারতেন। আমার শুধু একটাই মুল প্রশ্নঃ একটি রাজনৈতিক দলের যুব সংগঠনের হাফ মহানগরী শাখার সহঃ পরিবেশ বিষয়ক সম্পাদকের কাজটা কি? সাথে একটা সম্পুরক প্রশ্নঃ তেল মারা আর চামচামির রাস্তা বন্ধ হয়ে জনগণের জন্য কাজ করার প্রকৃত রাজনীতি আদৌ এদেশে চালু হবে কি??? এরকম আরও কিছু তৈলাক্ত পোস্টার:
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।