বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
আমরা ছোটবেলায় সবাই একটি অংক করেছিলাম, তৈলাক্ত বাঁশ এবং বানরের অংক। অংকটির বিষয়বস্তু ছিল এমনঃ একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর কিছু উচ্চতায় উঠে আবার পড়ে যেত পিচ্ছিল হওয়ার কারণে।
ক'দিন ধরে সেই অংকটির কথা মনে হচ্ছে, কারণ আমাদের জীবনটাও কিন্তু সেই তৈলাক্ত বাঁশের মতই। নানারকম ঝড়-ঝঞ্চা, বাধা-বিপত্তি আমাদের জীবনটাকে কন্টকময় করে তোলে প্রতিমুহুর্তে। জীবনের কোনো সাফল্যে আমরা একপা সামনে এগুলেই পরমুহুর্তে কোনো একটি ব্যর্থতার কারণে দুইপা পিছিয়ে যাই, ছোটবেলার সেই অংকের বানরটির মতো।
বানরটি কিন্তু বাঁশটি পিচ্ছিল হওয়ার কারণে হতদ্যম হয়ে পড়েনা, বারবার চেষ্টা করে বাঁশটির সর্বোচ্চ চূড়ায় উঠতে। আমাদেরও তেমনি জীবনের এত কষ্ট, বাধা-বিপত্তি,ঝড়-ঝঞ্চায় ভেঙ্গে পড়লে চলবেনা, এগুলো জীবনেরই অংশ। এগুলোকে মেনে নিয়ে ধৈর্য্য ও সাহসের সাথে সফলতার দেখা পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।