আমাদের কথা খুঁজে নিন

   

তৈলাক্ত বর্জ্য পো নদীতে নিক্ষেপের ঘটনায় তোলপাড়

www.nationalnews.com.bd

ইটালির পরিত্যক্ত তেল শোধনাগারের বর্জ্য পো নদীতে নিক্ষেপের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে৷ সরকারি দপ্তর গা বাঁচানোর চেষ্টা করলেও এতে বিস্তীর্ণ অঞ্চলের পরিবেশ বৈচিত্র্য এবং পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷ ইটালির পরিবেশ মন্ত্রী স্টেফানিয়া প্রেস্টিগিয়াকোমো পো নদীতে এই তেলের বর্জ্য নিক্ষেপকে ‘পরিবেশ এবং জনগণের স্বাস্থ্যের উপর আঘাত' বলে মন্তব্য করেছেন৷ তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে ঐ অঞ্চল পরিদর্শন করেন৷ এছাড়া এই ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা গোষ্ঠীকে চিহ্নিত করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ৷ গত মঙ্গলবার মিলান শহরের কাছে একটি পরিত্যক্ত তেল শোধনাগার থেকে অজ্ঞাত অন্তর্ঘাতকরা কমপক্ষে ১০ লাখ লিটার ঘন বর্জ্য পো নদীর শাখানদী ল্যাম্ব্রোতে ঢেলে দেয় ৷ এটি ঘন আস্তরণ আকারে পো নদীর কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হতে থাকে৷ এই বর্জ্য বন্যপ্রাণীর জীবনযাত্রা, মাছ চাষের অঞ্চল এবং বিশেষ করে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যময় পর্যটন এলাকা পো ব-দ্বীপের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.