একদিনের হরতালে ক্ষতির পরিমাণ কতো জানেন?
কেউ বলবেন ১০ হাজার কোটি টাকা, আবার কেউ ১৫ হাজার কোটি টাকা।
এ হিসেবটা এফবিসিসিআইয়ের প্রেসিডেন্টের। আমাদের হিসেব অন্য জায়গায়। যারা খেটে খাওয়া মানুষ তাদের হিসেবও অন্য জায়গায়। গতকাল রাতে একটি টিভি চ্যানেলে খেটে খাওয়া কিছু মজুরের সাক্ষাৎকার দেখলাম।
তারা রাস্তায় নেমেছে হরতাল উপেক্ষা করে। হরতালে তাদের ক্ষতি বৈ উপকারের প্রশ্নই আসে না। কার লাভ হরতালে? যারা রাজনীতি করেন তাদের? মানে মির্জা ফখরুল টাইপ মানুষদের? অবশ্যই। কারণ তাদের অপেক্ষা করতে হয়। কখন ক্ষমতায় যেতে পারবে!!
গত ৫ দিনের হরতালে কী পেয়েছে বাংলাদেশের মানুষ।
এক ইলিয়াসকে উদ্ধার করতে গিয়ে ৫ জনের লাশ পেলাম, গাড়ি ভাংলো ১০০ টি, এম্বুলেন্সে রোগীর গাড়িতে ইটপাটকেল মারা হলো, সচিবালয়ে ককটেল মারা হলো। অতপর ইলিয়াসের স্ত্রী বুঝতে পারলেন ইহারা ইলিয়াসকে নিয়ে রাজনীতি করছে।
তারা চায় না ইলিয়াস আলী উদ্ধার হোক। তাহলে আন্দোলন যে থেমে যাবে। অতপর বিএনপির নেতা খালেদার প্রতি আস্থা হারিয়ে তিনি এবার প্রধানমন্ত্রীর কাছে দেখা করার অনুমতি প্রার্থনা করলেন।
আমরা ইলিয়াস পত্নীর পাশে আছি। তার শুভ বুদ্ধির কামনা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।