আমাদের কথা খুঁজে নিন

   

শামসু ও শিক্ষক এর কাহিনি.।।

ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালো থেকো উড়ন্ত প্রজাপতি। শামসু প্রতি রাতে মাতাল হয়ে ঘরে ফেরায় অতিষ্ট হয়ে শামসুর স্ত্রী অবশেষে ঠিক করলো শামসুকে ভয় দেখাবে। দোকান থেকে শয়তানের শিং, লেজ ওয়ালা পোশাক কিনে নিয়ে এসে শামসুর স্ত্রী দাঁড়িয়ে রইলো বাড়ির গেটের ঠিক বাইরে গাছের আড়ালে। যথারীতি শামসু মাতাল হয়ে ফিরছে। শামসুর স্ত্রী শয়তানের বেশে হাউ-মাউ করে শামসুর সামনে গিয়ে পড়লো। শামসু ভড়কে গিয়ে জিজ্ঞেস করলোঃ তুমি কে ভাই? শামসুর স্ত্রী মোটা গলায় উত্তর দিলো: আমি শয়তান!! শামসু মুচকি হাইসা কইলোঃ তাই নাকি?? তাহলে বাসায় চলো!...…↓↓↓ ↓ ↓ ↓ → → → → → → → → তোমার বোনকেই তো আমি বিয়ে করেছি!! : ::::::::::::::::::::::: শিক্ষকঃ বল্টু বল্‌ তো চাঁদে প্রথম পা রেখেছিল কে? বল্টুঃ স্যার, নীল আর্মস্ট্রঙ । শিক্ষকঃ জানতাম এটা পারবি,সবাই জানে এটা , আচ্ছা এবার বলতো দ্বিতীয় পা রেখেছিল কে? ! ! ! ! ! ! ! ! ! ! ! ! বল্টুঃ স্যার , আর্মস্ট্রঙতো আর ল্যাঙরা আছিল না, হ্যায়ই রাখছে!....ঃপি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।