আমাদের কথা খুঁজে নিন

   

শামসু ব্যাচেলর - ৬

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ...
আশফাক খবরটা দিল প্রথম, "জানস ব্যাটা..তোর জন্য তো সুখবর আনছি."। শামসু অবাক হয়ে বলে, "সুখবর??"..."হ্যা..নীলা তো ছ্যাঁকা খাইছে..দোস্ত এইটাই চান্স"। "কি???" "নীলা..মামা....তোমার ডার্লিং তো ছ্যাঁকা খাইছে তানজিরের কাছে" শামসু নিজের কানকে বিশ্বাস করতে পারেনা। নীলার এখন কি অবস্থা? ও কি করছে কে জানে? "কি মামা..এখনও বইয়া থাকবা? ফোন দেও" হ্যা..শামসু ফোন দিবে।

কে জানে মেয়েটা কেমন আছে। হয়তো কেঁদে বালিশ ভিজিয়ে ফেলছে। ওই মেয়ের কান্না শামসু কিভাবে সহ্য করবে? সবসময় এক চিলতে হাসি লেগে থাকে যার মুখে, এখন সে কাঁদলে কেমন লাগবে...। শামসু তাকে ভালোবাসে প্রাণের চেয়ে বেশী; একতরফা। মেয়েটা তো অনেক আগেই বড়লোকের ছেলে তানজিরের প্রেমে পড়েছে।

এখন কেমন হলো? মনে মনে তানজিরকে ১০১ টা গালি দিল শামসু। পেয়েছে কি এরা.? তোরা নিজেরা যখন সম্পর্ক রাখবি না , তাহলে কেন প্রেম করবি? ছেলেটা মেডিকেলে পড়ে। হ্যান্ডসাম, পয়সা ওয়ালা। নীলাকে প্রায়ই দেখা যেত ছেলেটার সাথে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। শামসু র গাড়ি নেই।

নীলার যোগ্য সে নয়। তবু নীলাকে সে ভালোবাসে। তানজিরের সাথে নীলা যদি সুখে থাকে, তাতেই শামসুর সুখ। কিন্তু এটা কি হলো? "কি রে...মিষ্টি খাওয়া। " "মিষ্টি মানে? ফাজলামো করস? একটা মেয়ের ব্রেকআপ হইছে।

কি অবস্থা কে জানে?" "এত দরদ..? তা ফোন দেস না কেন?" "দিব..যখন সময় হবে দিব"......এসময় তার ফোন দেয়াটা উচিত বলে মনে হয় না শামসুর। সে নীলার অনেক কাছের, কিন্ত আসলে অনেক দূরের। সুমিত কে ফোন দেয়া যাক। নীলার সে খুব ভালো বন্ধু। শুধু নীলা না, সুমিত ছেলেটা ক্লাসের সবার সমস্যায় সবার আগে থাকে।

শামসুর মন খারাপ। সুমিতের কাছে জানতে পারে নীলা খুবই আপসেট। গতকাল ব্রেকআপ হয়েছে। অথচ শামসু খবরটা জানলো আজকে। নীলা মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এমন কি হয়েছে, যে হাসপাতালে ভর্তি হতে হল..!! একটা ছেলে তাকে অসহায় করে চলে গেল, আর সেই ছেলের জন্য সে হাসপাতালে ভর্তি। সুমিত হাসপাতালে যাবে। সে যাবে নাকি জিজ্ঞেস করেছিল। শামসু যায় নি। ঐ মেয়েটার অসহায় মুখ সে দেখতে পারবে না।

সুমিত একাই যায়। (চলবে) আগের পর্ব পড়ুন.. শামসু ব্যাচেলর - ১ শামসু ব্যাচেলর - ২ শামসু ব্যাচেলর - ৩ শামসু ব্যাচেলর - ৪ শামসু ব্যাচেলর - ৫
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।