আমাদের কথা খুঁজে নিন

   

অকবিতা

ছন্দহীন জীবন বড়ই নীরস বীজটা তো ঘুমিয়েই ছিলো সুপ্ত ছিলো মরভূমিতে পাখিটা যেতে যেতে তার গায়ে ফেললো এক ফোঁটা পানি এরপর কি বীজটা আর বীজ রইলো? সে হয়ে উঠলো মহীরূহ ঝাপটাটা ছিলো মুহূর্তের এর পরে বাতাস সেখানে বসে ছিলো না বাতাস হারিয়ে গেলো কোথায় দূর-সুদূরে কিন্তু তার ঝাপটায় যে ঢেউ তৈরি হলো সেই ঢেউয়ে কী অবস্থা হয়েছিলো সমুদ্রের বাতাস কি তা জেনেছিলো কোনোদিনও? তোমার স্পর্শটাও ছিলো সামান্য সময়ের কিন্তু তাতে যে এই বুকে ভালোবাসা নামের বিশাল এক মহীরূহ জন্ম নিয়েছে তা কি তুমি জানবে কোনোদিন? যেমনি ঐ পাখি কোনোদিন জানবে না মরুভূমিতে মহীরূহটি কীভাবে জন্মালো **নতুন কোনো কথা নেই এতে। মজা না পেলে দুঃখিত।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।