আমাদের কথা খুঁজে নিন

   

অকবিতা

http:/t//images/authors/ovee_cep-263462_231660043520986_100000309770317_802117_2385023_n.jpg রাস্তার পাশে বসা করিম চাচা, পঙ্গু ভিক্ষুক, একদিন বললাম “চাচা তোমার গল্প বল” অস্তিচ’ম চাচা একটু মলিন হাসি দিলেন, বললেন “আপনেরার গপপ্ থাহে, আমারার যা আছে তা বাইস্তবতা” বললাম, “চাচা তবু বল” “দিনে একবেলা খাই দুই বেলা না খাইয়া থাহি কাম করবার শক্তি নাই, আল্লার কাছে মরন চাই ,আল্লায় দেয়না” বললাম “চাচা তোমার সপ্ন ছিল না”? চাচার চোখ চিকচিক করে উঠল বলল “বাবারে বিরট সপ্ন আছিলো হাতে অস্ত্র আছিলো না সপ্ন দিয়া যুদ্ধ করছিলাম ......” তার চোখ থেকে তরল বের হতে দেখলাম ভাইবাছিলাম স্বাধীন হইয়া থাকুম … “হুনলাম অনেকে ভাতা পায় আমি তা কখনো চক্ষেও দেহি নাই হগল কিছু মাইন্না নিছিরে বাপ, কিন্তু….” “চাচা বল….” “কইলজাডা এম্নই অনেক টুকরা টুকরা এইগুলা আরো টুকরা হয় যখন দেখি মইত্যা রাজাকার তার গাড়িতে এই পতাকা নিয়ে ঘুরে” আমি আরকি বলব বুঝতে পারলাম না আমি তার কাছ থেকে চলে আসলাম চোখটার যেকি হয়েছে অকারনে রস বের করে আকাশের দিকে তাকিয়ে বললাম “চাচা তুমি আমাদের ক্ষমা করে দিও” ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।