আমাদের কথা খুঁজে নিন

   

অকবিতা



সন্ধি ফাগুন জ্যোৎনার ধুসর প্লাবন রাতে- সুদীর্ঘ শীত নিদ্রা ভাঙ্গা আড়মোড়। চিকচিকে বালি নদীর কিনারে বিছানো রয়েছে প্রাগৈতিহাসিক হিমবাহ সকাল দিধান্বিত জলে ঘোর ঘূর্ণিপাকে অনির্বাণ মোহ সংকট... কিছুই কি জাননি তুমি তার? মস্ত এক বৃদ্ধ ব্যাঙ করেছিলাম আহার হেমন্তের পাকা ধান গন্ধ রাতে কিছুই কি জাননি তুমি তার! পৃথিবীর শ্যাওলা পানা জঞ্জাল অনেক সূর্যের মহুয়া ঘ্রাণ, ছিপছিপে শরীরে আলুথালু সব স্মৃতি ভুলে অমিমাংসিত সমিকরণের বীজ বুকের পাজরে খোলশ পাল্টে পাল্টে পাল্টে... আরোও এক দীর্ঘ শীতনিদ্রা রাত অবশেষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।