ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । উদাস পথিক
পথ হারিয়ে
স্বপ্নগুলো
ঘুম পাড়িয়ে
চলতে গেলে
হোচট খেলে
একটুখানি
সময় পেলে
দিব্যলোকে
আঁধার ঠেলে
জ্বলবে আবার
নতুন বলে ।
প্রাণসখা
কাব্য কেন ?
হৃদয় মাঝে
আছো জেনো ।
ঘুম দুপুরে
হঠাৎ করে
বিবাগী মন
সঙ্গ পেলে
আধেক তোমার
ইচ্ছে মত
চুলের বাঁধন
খুলেই দিত ।
একমুঠো সুখ
হিমেল হাওয়া
করছে কেবল
পিছু ধাওয়া
উড়ছে তোমার
শাড়ীর আচল
জব্দ প্রেমে
এক দীঘি জল
আর ঐ রোদ্দূর
বৃহস্পতির
ডানায় চড়ে
উড়ছে বহুদুর ।
অনেকটুকু
এগিয়ে যেয়ে
ফিরবার আর
পথ না পেয়ে
স্তব্ধ পড়ে রই ।
মধ্যখানে
এক জীবনে
একাই রয়ে যাই ।
নাই বা আসো
তুমি কাছে
আমারওতো
জীবন আছে ।
বাঁচব আবার
নতুন করে
নতুন আশ্বাসে
ধূসর স্মৃতি
মিশিয়ে দেব
সোনালী সবুজ ঘাসে ।
ছবি : সংগৃহীত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।