আমাদের কথা খুঁজে নিন

   

অকবিতা

= শাফিক আফতব = মনে হয় ; ছুঁপ করে কী যেন পড়ে গেলো ! মনের ভেতর থেকে ; কিংবা কি যেন ধসে পড়ে গেলো হৃদয় প্রাচীর ভেঙে ! কে যেনো চলে গেলো চিরনির্বাসনে ; যেন হারালাম সাত রাজার ধন ; ক্রমাগত আনচান করে আমার অতি ছোট মন। ইদানিং সময় গড়ায় আতংকরা এসে বাসা বাঁধে মনের ভেতর জুজু বুড়ির ভয় দেখায় কিংবা ভয়ংকর দৈত্যের আমি শুধু সন্ধান করে মরি সুন্দর, ন্যায় আর সত্যের। এ দেশে সত্য নেই, আছে সত্যের অভিনয় মানুষের কৃত্রিম শ্রদ্ধা, মিথ্যার বিনয় মনে হয় হারিয়ে গেলো এই দেশের গোলাভরা ধন সর্বদা আনচান করে এই ছোট ক্ষুদে মন। ২৭.০২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।