আমাদের কথা খুঁজে নিন

   

অকবিতা

ছন্দহীন জীবন বড়ই নীরস ভোরবেলাতে উঠতে আমি চেয়েছিলাম তোর ভেলাতে উঠতে দিলি না যে ফিরেছিলাম অনেক ব্যথা নিয়ে বুকের মাঝে দিনশেষে তুই ফিরলি যখন সন্ধ্যারাতে ভাবতে হলো বলবো তোকে কোন ধারাতে তোর চেহারার বিরক্ত ভাব দেখেই তখন ভড়কে আমি ধরে নিলাম ভাবছিলি তুই তোর কে আমি? রাত্রে যখন বিছাননদী সাঁতরে তোকে ধরতে গেছি তোর না কি খুব ঘুম জরুরী সেই প্রহরে বল তাহলে ধরবো তোকে কোন বেলা আর তোকে ধরার জন্য আমি চড়বো তবে কোন গ্রহ রে? কিন্তু আমি শুনতে যে পাই তুই না কি খুব দিলদরিয়া ভালোবাসা ছড়িয়ে বেড়াস করিস বিলি যাক তাহলে তাই করে যা—কাককে বিলাস মাগুরকে দিস এই আমাকে না হয় শুধু ফাঁকিই দিলি হঠাৎ মনে এলো; লিখে ফেললাম। আমাদের নিত্যকার জীবন মনে হয় এমনই। যত না বাস্তব, তার চেয়ে বেশি অভিনয়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।